SSC Examination: ২০১৬-তে স্বপ্ন অধরা, ৯ বছরে মোড় ঘুরেছে জীবনের, আজ হাঁটতে পারেন না, তবুও স্বপ্নপূরণের জন্য পরীক্ষা দিলেন জানারুল

জানারুল শেখ মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি ২০১৬ সালে এসএসসি (SSC) পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। তবে সেই জানারুল ছিলেন সুস্থ ও সবল। এরপর ২০২২ সালে একটি পথ দুর্ঘটনায় চলাফেরার ক্ষমতা হারান তিনি।

SSC Examination: ২০১৬-তে স্বপ্ন অধরা, ৯ বছরে মোড় ঘুরেছে জীবনের, আজ হাঁটতে পারেন না, তবুও স্বপ্নপূরণের জন্য পরীক্ষা দিলেন জানারুল
জানারুল শেখImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 07, 2025 | 4:10 PM

মুর্শিদাবাদ: ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন। ৯ বছর পর আবার পরীক্ষা দিলেন। প্রথমবার যখন পরীক্ষা দেন তখন শারীরিক ভাবে সুস্থ ছিলেন। তবে এখন তিনি চলাফেরার ক্ষমতা হারিয়েছেন। কিন্তু তাতে কী? জেদ ছাড়েননি। সুযোগ এসেছে। তাই আবারও বসলেন পরীক্ষায়। কারণ, এখনও জানারুল স্বপ্ন দেখেন শিক্ষক হওয়ার।

জানারুল শেখ মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি ২০১৬ সালে এসএসসি (SSC) পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। তবে সেই জানারুল ছিলেন সুস্থ ও সবল। এরপর ২০২২ সালে একটি পথ দুর্ঘটনায় চলাফেরার ক্ষমতা হারান তিনি। কিন্তু এত কিছুর পরও স্বপ্ন দেখা ছাড়েননি তিনি। ভূগোল শিক্ষক হবেন সেই স্বপ্ন থেকে পিছু হটেননি তিনি। সব প্রতিকূলতাকে জয় করে আবারও বসলেন পরীক্ষায়।

জানারুল বলেন, “এর আগে ২০১৬ সালে পরীক্ষা দিয়েছি। ২০২২ সালে দুর্ঘটনায় আমি প্রতিবন্ধী হয়ে যাই। আগের বার উত্তীর্ণ হতে পারিনি। এবার আশাবাদী। আমি এখন প্রতিবন্ধকতাকে জয়ের চেষ্টা করছি। তবে আমি সরকারের কাছে আসা রাখছি যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়। আমরা তো পড়াশোনা করে শিক্ষিত হয়েছি। তাই চাইছি যাতে আমরা ঠিকঠাক ভাবে নিয়োগ পাই।”