Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ফোন আসছে… ৯৯ শতাংশ ক্ষেত্রেই সেগুলো গুজব: জাভেদ শামিম

Murshidabad: পুলিশ জানিয়েছে, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। একে একে ঘরে ফিরছেন ঘরছাড়ারা। তবে এখনও একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।

Murshidabad: ফোন আসছে... ৯৯ শতাংশ ক্ষেত্রেই সেগুলো গুজব: জাভেদ শামিম
জাভেদ শামিমImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2025 | 2:20 PM

কলকাতা: পরিস্থিতি স্বাভাবিক করাই পুলিশের মূল লক্ষ্য, কারা অশান্তি করল, এর পিছনে কোনও প্ররোচনা ছিল কি না, তা পরে দেখা হবে। সোমবার এমনটাই বললেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম। গত শুক্রবার থেকে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান উত্তপ্ত হতে শুরু করে। চলে দেদার বোমাবাজি। এরপরই গত শনিবার মুর্শিদাবাদে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাভেদ শামিম জানান, মুর্শিদাবাদের পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। পুরোপুরি স্বাভাবিক করা হচ্ছে দ্রুত। তবে গুজব ছড়ানো থেকে সতর্ক থাকার কথা বলেন শামিম।

তিনি বলেন,  “এখনও অনেক গুজব ছড়াচ্ছে। যত বেশি গুজব ছড়াবে, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া খুব কঠিন। মানসিক অস্থিরতা আগে কমানো দরকার।” জাভেদ শামিম জানিয়েছেন, অনেক জায়গা থেকে হামলা বা বোমা উদ্ধারের খবর নিয়ে ফোন আসছে। তবে ৯৯ শতাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেগুলো গুজব। জাভেদ শামিম জানিয়েছেন, বেশিমাত্রায় গুজব ছড়াচ্ছে। কেউ ফোন করে বলছে হামলা হয়েছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই সেগুলো ভুল বলে প্রমাণিত হচ্ছে। সেই কারণেই ইন্টারনেট রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এখনও পর্যন্ত মোট এফআইআরের সংখ্যা দশের বেশি। আরও বাড়বে বলে জানান পুলিশ আধিকারিক। এখনও পর্যন্ত ২০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে। বাইরে থেকে প্ররোচনার কথা উড়িয়ে দিচ্ছেন না জাভেদ শামিম। তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে, যে প্রোফাইলের লোক জড়িত আছে। তাতে কোনও প্ররোচনার কথা অস্বীকার করা যায় না। কারা জড়িত, কী উদ্দেশ্য, সবটাই বের করা হবে। তবে সবার আগে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এখানে মানুষ অনেক বেশি সচেতন। তাই পরিস্থিতি স্বাভাবিক হয় দ্রুত। দ্বিতীয়বার যেন এমন ঘটনা না ঘটে, সেটা দেখতে হবে।”