
মুর্শিদাবাদ: রাজ্য রাজনীতিতে আরও এক নতুন দলের প্রবেশ। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল ঘোষণা করছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। আজ, সোমবার (২২ ডিসেম্বর) তাঁর নতুন দল ঘোষণা করার কথা। তার আগেই জানা গেল তাঁর দলের নাম। সূত্রের খবর, হুমায়ুন কবীরের নতুন দলের নাম “জনতা উন্নয়ন পার্টি”। মির্জাপুর থেকে নতুন দলের ঘোষণা করা হবে।
বঙ্গ রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয়েছিল নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। জিতে বিধায়কও হন নওশাদ। এবার ২০২৬-র নির্বাচনের আগে হুমায়ুন কবীরের দল। আজ, সোমবার দুপুর একটায় মির্জাপুরে মোড়ে জনসভা থেকে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন। জনতা উন্নয়ন পার্টি নাম হতে পারে তাঁর দলের। পাঁচজন প্রার্থীর নামও ঘোষণা করবেন, এমনটাই সূত্রের খবর।
এর আগে ২০১৬ সালে যখন নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন হুমায়ুন। সেই সময় তাঁর প্রতীক ছিল টেবিল। সূত্রের খবর, নিজের নতুন দলের জন্য টেবিল প্রতীক চিহ্নই নির্বাচন কমিশনের কাছে চাইবেন। সেই প্রতীক না পেলে দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ।
তৃণমূল ও বিজেপি বিরোধী সকলের জন্য এই নতুন দলের দ্বার খোলা, জানিয়েছেন বিধায়ক। হুমায়ূনের দাবি, লাখ লাখ মানুষের জমায়েত হবে তাঁর দল ঘোষণার অনুষ্ঠানে। মূল মঞ্চে ৯০ জন থাকবেন, থাকবেন ভিআইপি-রাও। তিনি রাজ্য জুড়ে কমিটি তৈরির কথা বলেছেন। জানিয়েছেন যে বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জিতবে তাঁর দল। সরকার গঠনে নির্ণায়ক শক্তি হবেন তিনিই। এবার হুমায়ুনের সেই স্বপ্ন পূরণ হয় কি না, তা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরই জানা যাবে। তবে তৃণমূল কংগ্রেস আপাতত হুমায়ুন কবীরের এই নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ।