DA Agitation: ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল, শোকজের জবাব দিতে এসে আবির খেলে মিষ্টি মুখ করলেন শিক্ষকরা

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Apr 05, 2023 | 10:14 PM

DA Agitation: প্রসঙ্গত, এর আগে গত ১০ মার্চ ডিএ'র দাবিতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য ফরাক্কা সার্কেলের বিভিন্ন স্কুলের ৭৪ জন শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করা হয়েছিল। তারপর ফের ৬১ জনকে শোকজ করা হয়।

DA Agitation: ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল, শোকজের জবাব দিতে এসে আবির খেলে মিষ্টি মুখ করলেন শিক্ষকরা
শোকজের জবাব দিতে এসে আবির খেলে মিষ্টি মুখ করলেন শিক্ষকরা

Follow Us

মুর্শিদাবাদ : ডিএ চাই। এই দাবিতে লাগাতার আন্দোলন (DA Agitation) চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। দফায় দফায় হয়েছে কর্মবিরতি। অন্যদিকে গত মাসেই আবার ডাক দেওয়া হয়েছিল ধর্মঘটের। ১০ মার্চ সেই ধর্মঘটে যে সমস্ত সরকারি কর্মচারিরা যোগ দিয়েছিলেন, বা কাজে আসেননি তাঁদের শোকজ লেটার পাঠানো হচ্ছে সরকারের তরফে। একই ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদেও (Murshidabad)। ডিএ’র দাবিতে ধর্মঘটে সামিল হয়ে স্কুলে অনুপস্থিত থাকায় ৬১ জন শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করেছিল জেলা শিক্ষা দফতর। তাঁরাই এদিন দিলেন শোকজের জবাব। তবে শোকজের জবাব দিতে এসে রীতিমতো উৎসবের মেজাজ দেখতে পাওয়া গেল তাঁদের মধ্যে। খেললেন আবির, খেলেন মিষ্টি। 

ধর্মঘটে সামিল হয়ে স্কুলে অনুপস্থিত থাকায় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ফরাক্কা সার্কেলের ৬১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করেছিল জেলা শিক্ষা দফতর। তারই প্রতিবাদে শোকজের জবাব দিতে গিয়ে অভিনব কৌশল গ্রহণ করলেন শিক্ষকরা। বুধবার দুপুরে রীতিমতো বাজনা বাজিয়ে নাচতে নাচতে এসআই অফিসে শোকজের জবাব দিতে আসেন ৬১ জন শিক্ষক-শিক্ষিকা। হাতে শোকজের জবাবের কপি। সেই কপি নিয়ে ফরাক্কা ব্যারেজের এসআই অফিসে চত্বরে আসেন তাঁরা। তা জমা করতে এসেই অকাল হোলিতে মেতে ওঠেন তাঁরা। একে অপরকে মিষ্টিও খাওয়ান।  

প্রসঙ্গত, এর আগে গত ১০ মার্চ ডিএ’র দাবিতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য ফরাক্কা সার্কেলের বিভিন্ন স্কুলের ৭৪ জন শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করা হয়েছিল। তারপর আবার ৬১ জন শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করা করা হয়। সেই শোকজেরই জবাব দিতে অভিনব উদ্যোগ নিলেন শিক্ষক শিক্ষিকারা। এখন পর্যন্ত মোট ১৩৫ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করেছে জেলা শিক্ষা দপ্তর।

Next Article