Murshidabad: মামার বাড়ি গিয়ে নদীতে স্নানে নেমেছিল, ১০ বছরের মেয়েটা আর ফিরল না

Murshidabad: জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের তেঘরিপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সকাল ১১ টা নাগাদ নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১০ বছরের কিশোরী।

Murshidabad: মামার বাড়ি গিয়ে নদীতে স্নানে নেমেছিল, ১০ বছরের মেয়েটা আর ফিরল না
মুর্শিদাবাদে ডুবে গেল কিশোরীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 30, 2025 | 5:43 PM

মুর্শিদাবাদ: মামার বাড়ি গিয়েছিল। সেই হইহই করে কাটছিল বেশ কয়েকটা দিন। কিন্তু বিপদ যে এভাবে ওঁত পেতে ছিল তা ভাবতেও পারেননি। আনন্দ করে নদীতে স্নানে নামতেই তলিয়ে গেল কিশোরী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের তেঘরিপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সকাল ১১ টা নাগাদ নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১০ বছরের কিশোরী। পরিবার সূত্রে খবর নিখোঁজ কিশোরীর নাম তশিল্পী খাতুন। জানা গিয়েছে, সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের কলনি এলাকায় বাড়ি ওই নাবালিকার। মামার বাড়ি তেঘরীপাড়া এলাকায় বেড়াতে এসেছিলো কিশোরী সহ।

এরপর নদীতে স্নান করতে নামে ওই কিশোরী। সাঁতার না জানার কারণে অসবধানতাবসত নদীর গভীরে চলে গেলে সে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধারে নামে এলাকার বাসিন্দারা। এলাকার মানুষজন জাল ফেলে নৌকা নিয়ে কিশোরীর দেহ উদ্ধারের কাজে লেগে পড়েছেন। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে নদীর পারে এসে হাজির হয়েছেন উক্ত এলাকার শতাধিক মানুষজন। ডুবুরিকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন সাগরদিঘি থানার পুলিশ।