
মুর্শিদাবাদ: খুন নয়, ঝাড়খণ্ডে আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক। এমনই তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। কিছুদিন আগে আলাউদ্দিনের মৃত্যু ঘিরেই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছিল বেলডাঙায়। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আলাউদ্দিনের শরীরে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন নেই। গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। মৃত্যুর সময়ে দেহে অন্য কারোর স্পর্শের চিহ্নও পাননি বিশেষজ্ঞরা। আলাউদ্দিনের সঙ্গে থাকা পরিযায়ী শ্রমিকদেরও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সেখানেও আলাদা করে সন্দেহজনক কোনও তথ্য মেলেনি।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গত শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। শনিবারও অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল এলাকায়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। রেল অবরোধ করেন। পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বাড়ে।
এমনকি, বেলডাঙায় অগ্নিগর্ভ পরিস্থিতির জল গড়ায় কলকাতা হাইকোর্টেও। বেলডাঙায় অশান্তিকাণ্ডে এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। CCTV ও ফেসবুকের ভিডিয়ো দেখে ৫ জনকে চিহ্নিত করে পুলিশ। বেলডাঙাকাণ্ডে ধৃতদের ছবি প্রকাশ করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।