রেজিনগর: বাড়িতে রয়েছেন স্ত্রী তিন সন্তান। এর মধ্যে এক সন্তান বিশেষভাবে সক্ষম। বিড়ি বেঁধে কোনওভাবে সংসার চালান সামশের মল্লিক। তবে ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তা হয়ত ভাবতেই পারেননি! লটারি কাটার নেশাই আজ তাঁকে করল কোটিপতি।
মুর্শিদাবাদে রেজিনগর থানার তকিপুর পশ্চিমপাড়ার বাসিন্দা সামশের মল্লিক। সোমবার রাত্রি আটটার সময় তিনি ১৫০ টাকার লটারির টিকিট কাটেন। তবে ১৫০ টাকাও তাঁর কাছে তখনও অবধি অনেক। টাকা তার ধার করেই কেটেছিলেন লটারির টিকিট। দশ পনেরো মিনিট পরই আসে আনন্দ সংবাদ।
সামশের মল্লিক জানতে পারেন ১ কোটি টাকার প্রথম পুরস্কার তিনি জিতেছেন। ইতিমধ্যেই ওই লটারি বিক্রেতা টিকিটটি এজেন্টের কাছে পাঠিয়েছেন। এক সপ্তাহের মধ্যে টাকাটি ঢুকে যাবে অ্যাকাউন্টে। প্রতিবেশী দুলালুদ্দিন মল্লিক বলেন, “সামশেরবাবু খুবই দরিদ্র। কোনও রকমে বিড়ি বেঁধে রোজগার করেন। উনি খুব খুশি। আমরা প্রতিবেশীরাও খুশি। আগামী দিনে ওনার স্বপ্ন এই টাকা দিয়ে ছেলের চিকিৎসা করাবেন।”