মুর্শিদাবাদ: নতুন বাড়ি তৈরি হচ্ছিল। তার ঠিক আশপাশেই খেলা করছিল বছর তিনের শিশু। তখনই ঘটল বিপত্তি। জমা জলে আচমকা পড়ে গেল তিন বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বানিপুর এলাকায়। মৃতের নাম ফারহান শেখ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বানিপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ প্রায় দু’বছর ধরে নির্মীয়মাণ একটি বাড়ি তৈরি হচ্ছিল। এ দিকে, লাগাতার বৃষ্টির কারণে নির্মীয়মাণ বাড়িটিতে জল জমেছিল।
মঙ্গলবার দুপুর নাগাদ খেলা করতে করতে জমা জলে পড়ে যায় বাচ্চাটি। পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে তার। পরে নির্মীয়মাণ বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, গত দুবছর ধরে বাড়ির কাজ চলছে সেই খাল বন্ধের ব্যবস্থা করা হয়নি। গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, “মুক্তার শেখ নামে এক রাজমিস্ত্রি বাড়ি তৈরির জন্য বড়সড় গর্ত করে রেখেছে। প্রায় ২০ ফুটের মতো হবে। দীর্ঘদিন ধরে বলার পরও সেই গর্ত বোজানো হয়নি। অনেক ছেলেপুলে বিপদে পড়েছে। আজ এই বাচ্চাটা মারা গেছে।”