TMC panchayat: কংগ্রেস ছেড়ে যোগ তৃণমূলে, ব্লকের একমাত্র পঞ্চায়েতও হাতছাড়া বিরোধীদের

TMC panchayat: পঞ্চায়েত ভোটের পর চার জন নির্দল সদস্যই তৃণমূলে যোগদান করেন। সিপিএম থেকে তফিজউদ্দিন মণ্ডল কংগ্রেসে যোগদান করে পঞ্চায়েত প্রধান হয়। কংগ্রেসের মোট নয় জন সদস্য ছিলেন।

TMC panchayat: কংগ্রেস ছেড়ে যোগ তৃণমূলে, ব্লকের একমাত্র পঞ্চায়েতও হাতছাড়া বিরোধীদের
তৃণমূলে যোগদানImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 12:49 AM

মুর্শিদাবাদ: কিছুদিন আগেই ডাহাপাড়া পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল বাম-কংগ্রেসের। এবার হাতছাড়া নওদার রায়পুর পঞ্চায়েতও। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রধান তহিরুদ্দিন মণ্ডল। এই ব্লকে মোট ন’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি পঞ্চায়েতই তৃণমূলের দখলে ছিল। আর রায়পুর ছিল বিরোধীদের হাতে। সেটাও এবার হাতে চলে এল রাজ্যের শাসক দলের।

পঞ্চায়েত ভোটের পর চার জন নির্দল সদস্যই তৃণমূলে যোগদান করেন। সিপিএম থেকে তফিজউদ্দিন মণ্ডল কংগ্রেসে যোগদান করে পঞ্চায়েত প্রধান হয়। কংগ্রেসের মোট নয় জন সদস্য ছিলেন। তাঁরা আরএসপি-র এক সদস্য, বিজেপির তিন সদস্য ও এক নির্দলের সদস্যকে সমর্থন করে। কংগ্রেসের পঞ্চায়েত গঠন হলেও পরে বিজয়ের সম্মেলনের সময় এক কংগ্রেস সদস্য ও একজন বিজেপির সদস্য তৃণমূলে যোগদান করেন। আজ, রবিবার কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ও এক কংগ্রেস সদস্য তৃণমূলে যোগদান করেন।

রবিবার নওদায় তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। ওই পঞ্চায়েতে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সিপিএম-এর একমাত্র জয়ী প্রার্থী কংগ্রেসে নাম লেখালে ওই পঞ্চায়েতে কংগ্রেস ক্ষমতা পায়। প্রধান হয়েছিলেন তহিরুদ্দিন। এদিন তিনি তৃণমূলের হাত ধরায় ওই পঞ্চায়েতও হাত ছাড়া হল কংগ্রেসের। কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না বলেই তিনি তৃণমূলে নাম লিখিয়েছেন বলে জানান তহিরুদ্দিন।