Murshidabad: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ, জখম ৩

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 06, 2023 | 8:07 AM

Murshidabad: পঞ্চায়েত সদস্য মোজাম্মেল হক মণ্ডলকে পঞ্চায়েত অফিসে ঢোকার সময় বেধড়ক ভাবে লাঠি, লোহার রড, পিস্তলের বাট দিয়ে মারধরের করা হয় বলে অভিযোগ উঠল।

Murshidabad: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ, জখম ৩
আক্রান্ত তৃণমূল কর্মী (নিজস্ব চিত্র)

Follow Us

মুর্শিদাবাদ:  জলঙ্গীর সাগরপাড়া থানার খয়রামারী এলাকায় তৃণমূলের দুপক্ষের মধ্যে মারামারিতে জখম তিনজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের খয়রামারী গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মোজাম্মেল হক মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল জলঙ্গী উত্তর ব্লক যুব তৃণমূলের সহসভাপতি গোলাম মোস্তফা পিন্টুর বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পঞ্চায়েত সদস্য মোজাম্মেল হক মণ্ডলকে পঞ্চায়েত অফিসে ঢোকার সময় বেধড়ক ভাবে লাঠি, লোহার রড, পিস্তলের বাট দিয়ে মারধরের করা হয় বলে অভিযোগ উঠল। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মোজাম্মেল হক মণ্ডল বলেন, “টেন্ডার পাস হওয়ার পর আশল কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে যাই। সেই সময় যুব তৃণমূলের সহসভাপতি গোলাম মোস্তফা পিন্টুর লোকজন আমার উপর হামলা চালায়। আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। ঘটনার পর সাগরপাড়া থানায় মোট চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।” যদিও এই বিষয়ে অভিযুক্ত জলঙ্গী উত্তর ব্লক যুব তৃণমূলের সহসভাপতি গোলাম মোস্তফা পিন্টু দাবি করেন, “মারামারির কোনও ঘটনা ঘটেনি। মারার অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। পঞ্চায়েতের মধ্যে কোনও মারামারি হয়নি। সামান্য তর্কাতর্কি হয়েছে। উল্টে ওরাই আমাদের দুজনকে বেধড়কভাবে মারধর করেছে। জখমদের সাদিখাঁরদেয়াড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তৃণমূলের দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Next Article