TMC News: ‘ব্যবসা বাঁচাতে তৃণমূলে…’, বায়রন নিয়ে বেফাঁস মন্তব্য ব্লক সভাপতির, বাড়িতে এল শোকজ চিঠি

TMC Leader Bayron Biswas: জানা গিয়েছে, এদিন সাগরদিঘি ব্লকের তৃণমূল সভাপতি মেহবুব আলমকে এই চিঠি পাঠিয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান।

TMC News: ব্যবসা বাঁচাতে তৃণমূলে..., বায়রন নিয়ে বেফাঁস মন্তব্য ব্লক সভাপতির, বাড়িতে এল শোকজ চিঠি
বায়রন বিশ্বাসImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 14, 2025 | 10:07 PM

মুর্শিদাবাদ: সাগরদিঘি বিধায়ক বায়রন বিশ্বাসকে নিয়ে বিতর্কিত মন্তব্য দলের অন্য নেতার। ভরা সভা থেকে তৃণমূল নেতার করা মন্তব্যের জেরে তাকে শোকজ করল দল। জানা গিয়েছে, এদিন সাগরদিঘি ব্লকের তৃণমূল সভাপতি মেহবুব আলমকে এই চিঠি পাঠিয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান।

শোকজ চিঠিতে তিন দিনের মধ্য়ে ব্লক সভাপতিকে তার মন্তব্যের ভিত্তিতে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি। এদিন খলিলুর রহমান বলেন, ‘দল একটা শৃঙ্খলার মধ্য়ে দিয়ে চলে। কাজেই কেউ যে কোনও গিয়ে যা খুশি তাই বলে দিল চলে না। শৃঙ্খলার মধ্যে থেকে দলের নেতা-কর্মীকে কাজ করতে হবে। এরপরেও কেউ যদি শৃঙ্খলা লঙ্ঘন করে। তা হলে দলে নিজের মতো গোটা ব্যাপারটায় সেই নেতা-কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।’

কিন্তু বায়রনের বিরুদ্ধে কী এমন বলে বিপাকে পড়লেন এই নেতা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সাগরদিঘি পাটকেলডাঙ্গা এলাকায় একটি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাজির হয়েছিলেন মেহবুব। সেখানেই ভাষণ পর্বে দলেরই বিধায়ককে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। মেহবুব বলেন, ‘যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য পরিশ্রম করছে। বিধায়ক তাদের প্রত্যাখান করছে। সাগরদিঘিকে দ্বিতীয় ভাঙড়ে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।’

তাঁর আরও দাবি, ‘নিজের ব্যবসা বাঁচানোর জন্য বায়রন বিশ্বাস তৃণমূলে এসেছেন। এখানে তিনি মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা করছেন। আমাদের মায়ের কোল খালি হলে তার দায় কিন্তু আপনারই।’