মুর্শিদাবাদ: তৃণমূল নেতার ছবি। লাল রঙ দিয়ে সেই ছবি কেটে দেওয়া হয়েছে। তলায় লেখা ‘মৃত্যুর পর আল্লাহর কাছে প্রত্যাবর্তন’। নিচে আবার রাখা রয়েছে প্যাকেট। তার মধ্যে আবার গুলির খোল, রয়ছে রক্তাক্ত বুলেট। বুধবার যখন মালদহে মৃত্যু গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল কাউন্সিলরের। সেই সময় ঠিক তার পাশের জেলা অর্থাৎ মুর্শিদাবাদে এক তৃণমূল নেতার বাড়ির সামনে পড়ল হুমকি পোস্টার। যা দেখা আতঙ্কিত ওই তৃণমূল নেতার গোটা পরিবার।
কী ঘটেছে?
মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারি গ্রামের। সেখানকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য মণিরুল ইসলামের নামে পড়েছে হুমকি পোস্টার। পড়ে রয়েছে কিছু ঔষধ ও গুলির খোলা। তাৎপর্যপূর্ণ বিষয়, যেখানে এই ঘটনা ঘটেছে কয়েকদিন আগে তার পাশের গ্রাম থেকে গ্রেফতার হয়েছে জঙ্গি। তার মধ্যে এই পোস্টার কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।
এ দিন মণিরুল বলেন, “আজ সকালবেলায় কেউ কালো কাপড়ে জড়িয়ে গুলি, গুলির মেশিন, তার সঙ্গে আমার ছবি, আমায় কীভাবে মারা হবে, কীভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, মৃত্যুর পর মুসলিমদের যা লাগে তা আতর, গোলাপ, সব প্যাক করে দিয়ে গিয়েছে। লিখে দিয়েছে এটা শেষ সুযোগ। অনেক ছবি দিয়েছে। কে বা কারা করছে জানি না। নওদা থানার ওসিকে জানিয়েছি। পুলিশ তদন্ত করবে।”