TMC in Murshidabad: পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনেও গোষ্ঠীকোন্দলের অভিযোগ, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হুমায়ুনের

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Sep 09, 2023 | 8:15 PM

Murshidabad, Trinamool Congress, Panchayat Polls, Panchayat Polls Bengali News, Trinamool Congress Bengali News, Kolkata, Bengali News, মুর্শিদাবাদ, তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোটের বাংলা খবর, তৃণমূল কংগ্রেসের বাংলা খবর, কলকাতা, বাংলা খবর

TMC in Murshidabad: পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনেও গোষ্ঠীকোন্দলের অভিযোগ, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হুমায়ুনের
হুমায়ুন কবীর
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: গোষ্ঠীকোন্দল যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের (Trinamool Congress)। আর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনেও বিতর্কে ভরতপুরের বিধায় হুমায়ুন কবীর। প্রকাশ্য়েই ব্লক সভাপতির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন হুমায়ুন। এল পুলিশও। যা নিয়েই এখন জোর শোরগোল জেলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, এদিনই ভরতপুরে ১ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠন ছিল। চলে ভোটাভুটি। সূত্রের খবর, সেখানেই ব্লক সভাপতি গোষ্ঠীর কাছে পরাজিত হয় হুমায়ুন গোষ্ঠী। ব্লক সভাপতি সঞ্জয় সরখেলের গোষ্ঠী পায় ১৮টি ভোট। সেখানে হুমায়ুন গোষ্ঠী পায় ১৭ ভোট। 

প্রসঙ্গত, সদস্য হিসাবে এদিন ভোট দিতে এসেছিলেন হুমায়ুন। সকাল ১১ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দীর্ঘ ৬ ঘণ্টা ধরে স্থায়ী সমিতির ভোট প্রক্রিয়া চলে। কিন্তু, কেন এত দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া চলে তা নিয়েও ওঠে প্রশ্ন। ভোট প্রক্রিয়ার মধ্যে শাসকদলের দুই পক্ষের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়ে যায় বলে খবর। খবর যায় পুলিশ। ছুটে আসে ভরতপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় হুমায়ুনের। 

যদিও শেষে সংবাদমাধ্যমের সামনে হুমায়ুন বলেন, “যে কোনও নিয়ম নিয়ে তর্কবিতর্ক হয়, তখন কেউ সঠিক নিয়মটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কেউ সেটাকে অগ্রাহ্য করে। কিন্তু, জনপ্রতিনিধিদের মধ্যে তর্কবিতর্ক খুবই স্বাভাবিক। এটা হবেই। বিধানসভায় তো অধিকাংশ দিনই তর্ক বিতর্ক চলে। ওয়াকআউটও হয়। তর্ক-বিতর্ক হতেই পারে। কিন্তু, যেহেতু পুলিশ ঢুকে গিয়েছিল। তাই আমরা প্রতিবাদ করেছি। ” তবে ধস্তাধস্তি, মারধর এসব কিছুই হয়নি বলে দাবি করেছেন তিনি।

Next Article