মুর্শিদাবাদ: ভাঙছে গঙ্গার পাড়। তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারপরও কেন্দ্রীয় সরকারি দফতরের তরফে ভাঙন রোধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমন অভিযোগ তুলে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও করে তৃণমূল। শুধু ঘেরাও করাই নয়, ফরাক্কার জেনারেল ম্যানেজারকে গঙ্গায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলেও অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তাঁর দাবি, সাধারণ মানুষ যদি নদীতে ডোবে, তাহলে আধিকারিককে ছেড়ে দেওয়া হবে না, তাঁকেও ডুবতে হবে।
সোমবার ফরাক্কার জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে বিক্ষোভও দেখান তৃণমূল নেতা-কর্মীরা। সেখানেই উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তাঁর দাবি, গঙ্গা ভাঙন প্রতিরোধে কাজ না হলে সমস্ত কেন্দ্রীয় সরকারি দফতর স্তব্ধ করে দেওয়া হবে। মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন, কেন্দ্রীয় সরকার যদি ভেবে থাকে সাধারণ মানুষ ডেপুটেশন দিয়ে আন্দোলন শেষ করে দিল, তৃণমূল কংগ্রেস তা করবে না।
তিনি আরও বলেন, “গঙ্গার জলে বাড়িঘর তলিয়ে যেতে দেখেছি। হাজার হাজার মানুষকে সব হারাতে দেখেছি। জিএম সাহেব, আমি ডুবলে আপনিও বাঁচবেন না। আপনাকে সঙ্গে নিয়ে জলে ডুবব। আমার পরিবারের মানুষ যদি ডোবে, তাহলে জিএম সাহেব আপনিও গঙ্গার জলে ডুববেন। বিজেপির নেতাদের ঘর বাড়িও তাহলে জলের তলায় নিয়ে যাব। কাউকে ছেড়ে কথা বলব না।” এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল বিধায়ক বলেন, “মানুষের ক্ষতি হবে, আর যাঁরা চেয়ারে বসে থাকবেন, তাঁদের কিছু যাবে আসবে না, তা হতে পারে না। তাই আমি এ কথা বলেছি।”