Train Accident: চলন্ত ট্রেনে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বগি! ছুটির সকালে ভয়ঙ্কর কাণ্ড ফরাক্কায়

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2024 | 11:06 AM

Murshidabad: মালগাড়িটি ধূলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকে অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পিছনে পড়ে থেকে যায় আরও বেশ কয়েকটা বগি। যদিও রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো। ফলে কোনও রকমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

Train Accident: চলন্ত ট্রেনে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বগি! ছুটির সকালে ভয়ঙ্কর কাণ্ড ফরাক্কায়
ফরাক্কাতে মালগাড়ি থেকে বিচ্ছিন্ন বগি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: চলন্ত মাসগাড়ি থেকে আচমকাই বিচ্ছিন্ন হয়ে পড়ে বগি। চালকের তৎপরতায় এড়ানো সম্ভব হয় বড় দুর্ঘটনা। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে.

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধূলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকে অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পিছনে পড়ে থেকে যায় আরও বেশ কয়েকটা বগি। যদিও রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো। ফলে কোনও রকমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিকরা। ট্রেনের দুটো বিচ্ছিন্ন অংশ জোড়া লাগিয়ে মালগাড়িটিকে ফরাক্কায় আনার ব্যবস্থা করা হয়। কিন্তু কীভাবে মালগাড়ির বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ল, এর পিছনে যান্ত্রিক কোনও ক্রটি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ফাঁসিদেওয়ার রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে ওঠা যায়নি। তার দেড় মাসের মধ্যে আবারও সেখানে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে। একের পর এক ট্রেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই রেলের রক্ষণাবেক্ষণকে প্রশ্নের মুখে ফেলেছে।

Next Article