CPIM-Congress Alliance : মুর্শিদাবাদে আবার পরাজয় শাসকের, ফের জয়ী বাম-কংগ্রেস জোট

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Mar 21, 2023 | 9:33 PM

CPIM-Congress Alliance : নির্বাচনী ফলাফল প্রকাশ হতেই দেখা যায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৪১ ভোটে পরাজিত হয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থীদের কাছে।

CPIM-Congress  Alliance : মুর্শিদাবাদে আবার পরাজয় শাসকের, ফের জয়ী বাম-কংগ্রেস জোট
মুর্শিদাবাদে বড় জয় বাম-কংগ্রেস জোটের

Follow Us

মুর্শিদাবাদ : সাগরদিঘির উপ-নির্বাচনের ফল সামনে আসতেই অস্বস্তি বেড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। বাম-কংগ্রেস জোটের (CPIM-Congress  Alliance) কাছে ধরাশায়ী হয়েছে ঘাসফুল শিবির। পঞ্চায়েত ভোটের আগে কেন এই পরাজয়? তবে কী মুখ ফেরাচ্ছে সংখ্যালঘু সমাজ? উত্তর খুঁজতে ইতিমধ্যেই ময়নাতদন্তের কাজ শুরু করে দিয়েছে শাসক শিবির। এবার ফের মুর্শিদাবাদে পরাজয় শাসকের। জয়ী বাম-কংগ্রেস জোট। মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল। এই নির্বাচনে বাম কংগ্রেসের জোট সম্পাদক ও সভাপতি পদে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করে। এদিন ২৫৪ জন ভোটদাতা আইনজীবীর মধ্যে ২১৬ জন ভোটদান করেন বলে জানা যায়।

নির্বাচনী ফলাফল প্রকাশ হতেই দেখা যায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৪১ ভোটে পরাজিত হয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থীদের কাছে। বাম-কংগ্রেস জোট প্রার্থী সম্পাদক পদে মহাম্মদ দেলোয়ার হোসেন ১২৩টি ভোট পেয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদের প্রার্থী মহম্মদ মনিরুজ্জামানের প্রাপ্ত ভোট ৮৪।

পাশাপাশি অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশারফ হোসেনের প্রাপ্ত ভোট ৮৪, সেখানে বাম-কংগ্রেস জোট সমর্থিত সভাপতি সাইদুরজামান সরকার ইলিয়াসের প্রাপ্ত ভোট ১২৫। ৪১ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতির পদের দখল নিজেদের কাছে রেখেছে বাম-কংগ্রেস জোট। প্রসঙ্গত, কিছুদিন আগেই ২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘিতে জিতেছেন বায়রন। হার মানতে হয়েছে তৃণমূলকে। জোটের শর্ত মেনে তাঁকে সমর্থন জুগিয়েছে বামেরাও। তারপর থেকেই পঞ্চায়েত ভোটের আগে বারেবারে চর্চায় উঠে এসেছে সাগরদিঘি। এবার সেখানে  বার অ্যাসোসিয়েশনের নির্বাচন জোট প্রার্থীদের জয় বাম-কংগ্রেস শিবিরের মনোবল নতুন করে বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

Next Article