Murshidabad: বহরমপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই ‘বন্ধু’

Murshidabad: ঘটনার পর কোনওমতে ওই যুবকদের হাত থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে ওই কিশোরী। পরিবারের সদস্যদের পুরো ঘটনা খুলে বলে। মেয়ের মুখে সবটা শুনে সোজা বহরমপুর থানার দ্বারস্থ হন নাবালিকার মা। লিখিত অভিযোগ দায়ের করেন।

Murshidabad: বহরমপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই ‘বন্ধু’
গ্রেফতার দুই অভিযুক্ত Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 18, 2025 | 8:38 PM

বহরমপুর: বছরখানেক আগের আরজি কর থেকে চলতি বছরের কসবা! একের পর এক ধর্ষণের অভিযোগ যখন বারবার দেশের শিরোনামে উঠে আসছে বাংলা তখন ফের ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদে। তাও আবার জেলার প্রাণকেন্দ্র বহরমপুরে। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। চলছে জেরা। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। অভিযোগ, বহরমপুরে গঙ্গা ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই ১৬ বছরের নাবালিকা তুলে নিয়ে যায় তারই দুই বন্ধু। দুজনেরই বয়স কুড়ি বছরের বেশি। অভিযোগ, ঘাট থেকে নিয়ে যাওয়ার পরেই চলে অকথ্য শারীরিক নির্যাতন। 

ঘটনার পর কোনওমতে ওই যুবকদের হাত থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে ওই কিশোরী। পরিবারের সদস্যদের পুরো ঘটনা খুলে বলে। মেয়ের মুখে সবটা শুনে সোজা বহরমপুর থানার দ্বারস্থ হন নাবালিকার মা। লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত দু’জনকেই। ধৃতদের বাড়ি বহরমপুর থানা এলাকাতেই। শনিবার তাঁদের আদালতে বহরমপুর আদালতে তোলা হবে।