
মুর্শিদাবাদ: রাজ্যজুড়েই রয়েছে দুর্যোগের পূর্বাভাস। জেলায় জেলায় চলছে ঝড়-বৃষ্টি। এরইমধ্যে এবার মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মৃত্যু হয়েছে সাবিরুল শেখ(৩৮) এবং জয়ন্ত রায় নামে দুই ব্যক্তির। এর মধ্যে সাবিরুল শেখের বাড়ি রঘুনাথগঞ্জের মহম্মদপুরে। অন্যদিকে জয়ন্ত রায়ের বাড়ি মালদহে।
স্থানীয় সূত্রে খবর, এদিন নিজের বাড়ি থেকে কিছুটা দূরে কলেজ মাঠে খেলা দেখতে এসেছিলেন সাবিরুল। কিন্তু, মাঝে আচমকা ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। দুর্যোগের মধ্যে তিনি ওই এলাকাতেই একটি জায়গায় আশ্রয় নেন। কিন্তু, মুহূর্তেই বাজ পড়ে ওই জায়গায়। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তিনি। এলাকার বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি জঙ্গিপুর হাসপাতাল নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢোলে পড়েন সাবিরুল।
অন্যদিকে মালদহ থেকে রঘুনাথগঞ্জের বাঘা এলাকায় চাষের কাজের জন্য এসেছিলেন জয়ন্ত রায় নামে ওই ব্যক্তি। কাজের মাঝেই আচমাক বাজ পড়ে। বজ্রাঘাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া দুই পরিবারেই। তবে শুধু এই দু’জন নয়, বজ্রঘাতের জেরে আরও এক ব্যক্তি আহত হয়েছে রঘুনাথগঞ্জেই। আহত অবস্থায় ভর্তি জঙ্গিপুর হাসপাতালে।