Murshidabad News: কলা বাগান থেকে উদ্ধার আড়াই বছরের শিশুর ঝুলন্ত দেহ

Murshidabad: পরিবার সূত্রে খবর, মৃত শিশুর নাম সোহানা খাতুন। নিত্যদিনের মতোই দুপুরে খাওয়া-দাওয়া করে ঘরে ঘুমোচ্ছিল শিশুটি। কয়েক ঘণ্টা পর তার দিদা ঘরে ঢোকেন। কিন্তু বাচ্চাটিকে দেখতে না পেয়ে শুরু করে খোঁজাখুঁজি। এ ঘর-ও ঘর খুঁজে দেখলেও শিশুটিকে দেখতে না পেয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয় তাঁর। এরপর বাড়ির বাইরের কলা বাগানে যেতেই আতঁকে ওঠেন বৃদ্ধা।

Murshidabad News: কলা বাগান থেকে উদ্ধার আড়াই বছরের শিশুর ঝুলন্ত দেহ
মুর্শিদাবাদে শিশুর ঝুলন্ত দেহImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2023 | 6:56 AM

মুর্শিদাবাদ: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ঝুলন্ত অবস্থায় উদ্ধার আড়াই বছরের শিশুর দেহ। কলাবাগান থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের বোঁচাডাঙা এলাকার ঘটনা।

পরিবার সূত্রে খবর, মৃত শিশুর নাম সোহানা খাতুন। নিত্যদিনের মতোই দুপুরে খাওয়া-দাওয়া করে ঘরে ঘুমোচ্ছিল শিশুটি। কয়েক ঘণ্টা পর তার দিদা ঘরে ঢোকেন। কিন্তু বাচ্চাটিকে দেখতে না পেয়ে শুরু করে খোঁজাখুঁজি। এ ঘর-ও ঘর খুঁজে দেখলেও শিশুটিকে দেখতে না পেয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয় তাঁর। এরপর বাড়ির বাইরের কলা বাগানে যেতেই আতঁকে ওঠেন বৃদ্ধা। দেখেন কলা বাগানে ঝুলছে ছোট্ট শরীরটা।

খবর দেওয়া হয় নওদা থানার পুলিশকে। পুলিশ আধিকারিকরা এসে শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের সদস্যদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মাত্র আড়াই বছরের শিশুকে কে বা কারা খুন করে ঝুলিয়ে দিল তার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। মৃতের বাবা সাহাজ্জান শেখ বলেন, “আমি বাড়িতে এসে দেখি এই অবস্থা। ও এত ছোট নিজে-নিজে তো আত্মহত্যা করতে পারবে না। কেউ আমার মেয়ের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। আমার বাবা-মা দেখেছে।”