
মুর্শিদাবাদ: দু’দিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি, ধূলিয়ান। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে সাজানো বাড়ি, দোকান, তছনছ হয়েছে ঘর- এক রাশ আতঙ্কে ঘর ছেড়ে মালদহের বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন পার্লারপুর হাইস্কুলে। এখনও সামসেরগঞ্জে গঙ্গার ধারে মালদহে যাওয়ার অপেক্ষায় বহু পরিবার। এদিকে, আবার আতঙ্কে সামসেরগঞ্জে যেতেই চাইছেন না মাঝিরা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজির মাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন। তাতেও ধরা পড়েছে সেই ছবি। নিরাপত্তা কোথায়? প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন বাসিন্দারাও।
আতঙ্কিত এক বাসিন্দা বলছেন, “পুলিশ প্রশাসন সবই আছে গ্রামে। কিন্তু ওরা তো কিছুই করে উঠতে পারছে না। ওদের মানছে না। পুলিশ প্রশাসন আসছে, মাঝেমধ্যে পালিয়ে যাচ্ছে।”
এক মহিলা কাঁদতে কাঁদতে বললেন, “আমাদের কিচ্ছু নাই। রাতারাতি সব শেষ। বাড়ি ঘর সব পুড়ে খাক। থাকার মতো জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের।”
তিন দিন ধরে তপ্ত রয়েছে মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ টহল দিচ্ছে। বিভিন্ন জায়গায় জমায়েত হটাতে চলছে পুলিশি অভিযান। ধূলিয়ান পৌরসভার বিভিন্ন এলাকা ও সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ।