মুড়িমুড়কির মতো পড়তে থাকে বোমা, তারপর গুলি! অধীর গড়ে মধ্যরাতের অতর্কিত হামলায় নিহত কংগ্রেস কর্মী

Apr 20, 2021 | 6:54 AM

ভোটের আগে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। তৃণমূল ও কংগ্রেস দু'পক্ষের মধ্যে বচসায় ব্যাপক বোমাবাজি।

মুড়িমুড়কির মতো পড়তে থাকে বোমা, তারপর গুলি! অধীর গড়ে মধ্যরাতের অতর্কিত হামলায় নিহত কংগ্রেস কর্মী
নিজস্ব চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: ভোটের আগে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। তৃণমূল ও কংগ্রেস দু’পক্ষের মধ্যে বচসায় ব্যাপক বোমাবাজি। চলল গুলিও। মধ্যরাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের হরিহরপাড়া। মৃত্যু হয়েছে কাসেম আলি (৫২) নামে এক ব্যক্তির। তিনি এলাকায় কংগ্রেস কর্মী বলেই পরিচিত।

হরিহরপাড়ার রায়পুরে নির্বাচনী সভা সেরে ফিরছিলেন কংগ্রেস কর্মীরা। সেসময় তাঁদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে লাঠি, লোহার রড, ধারাল অস্ত্র নিয়ে হামলা চল। পরে এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়।

কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। গোটা আবহের মধ্যে চলে কয়েক রাউন্ড গুলিও। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। অতর্কিতে হামলায় প্রথমে দিশেহারা হয়ে যান কংগ্রেস কর্মীরা। এমনটাই দাবি নেতৃত্বের। দুষ্কৃতীরা চলে গেলে দেখা যায়, রাস্তায় ধারে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন কংগ্রেস কর্মী কাসেম আলি। তাঁর গায়ে একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে।

নিজস্ব চিত্র

কর্মীরা তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বোমার আঘাতে আরও ১২জন গুরুতর আহত হয়েছেন। তাঁরাও হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ। মধ্যরাতের ব্যাপক বোমাবাজিতে আতঙ্কিত এলাকাবাসীরা। গোটা গ্রাম থমথমে।

Next Article