মুর্শিদাবাদ: “২ মে-র পর একটা একটা করে তৃণমূলের গুন্ডাদের জেলে ঢোকানো হবে। পরিবর্তন আসছে।” মঙ্গলবার মুর্শিদাবাদের কান্দি থেকে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। তাঁর কথায়, ২ মে ভোটের ফল প্রকাশ, জিতছে বিজেপিই।
পর পর দু’দিন রাজ্যে সভা করলেন স্মৃতি ইরানি। মঙ্গলবার বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে মুর্শিদাবাদের কান্দি থেকে তাঁর হুঁশিয়ারি, “২ মে ভোটের ফলাফল। জিতছে বিজেপি-ই। সে দিনই তৃণমূল-আশ্রিত গুন্ডাদের জেলে পোরা হবে।”
এদিন পরপর তিনটি সভা করেন স্মৃতি। তিনটি সভা থেকেই ঝরঝরে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী। বলেন,”তৃণমূলের এক নেতা বিজেপি কর্মীদের মারধরের হুমকি দিয়েছেন। তৃণমূল গুন্ডারা পঞ্চায়েতে ভোট লুঠ করেছিল। ২ মের পর একটা একটা করে তৃণমূলের গুন্ডাদের জেলে ঢোকানো হবে।”
”কান্দির সভা থেকে আবার বাম-তৃণমূলকে একই পংক্তিতে ফেলে আক্রমণ করে বললেন, “দিদি বলেছিলেন, পরিবর্তন হবে! বামপন্থীদের দুর্নীতি এখন তৃণমূলের কাটমানিতে পরিণত হয়েছে। দিদি বলেছিলেন, পরিবর্তন হবে! বামপন্থীদের হিংসা এখন তৃণমূলের হিংসায় পরিণত হয়েছে। এই হল পরিবর্তন!”
আরও পড়ুন: আধাসেনাকে ‘গালাগালি’ ফিরহাদের! ভিডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির, জল গড়াল কমিশনে
স্মৃতির কটাক্ষ, মমতা ভয় পেয়ে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছেন। নন্দীগ্রামেও হারছেন মমতাদিদি। এদিন তিনি প্রথম সভা করেন পশ্চিম বর্ধমানের আসানসোলে। সেখানে ছিলেন বাবুল সুপ্রিয়। এর পর কুলটির প্রার্থী অজয় পোদ্দারের সমর্থনে সভা করে বিকালে কান্দির বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।