Recruitment Scam: ছেলেকে বেপথে চাকরি দিয়ে গ্রেফতার প্রধান শিক্ষক, ৯০ দিন পর জামিন পেলেন

Murshidabad: গত ১৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয় প্রধান শিক্ষককে। অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় আশিস তিওয়ারিকে।

Recruitment Scam: ছেলেকে বেপথে চাকরি দিয়ে গ্রেফতার প্রধান শিক্ষক, ৯০ দিন পর জামিন পেলেন
এই স্কুলেরই প্রধান শিক্ষক গ্রেফতার হন।

| Edited By: সায়নী জোয়ারদার

May 15, 2023 | 9:05 PM

মুর্শিদাবাদ: গ্রেফতারের ৯০ দিনের মাথায় জামিন পেলেন বিতর্কিত সেই প্রধান শিক্ষক। ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সুতি থানার গোঠা এআর হাইস্কুলের (Gotha AR High school) প্রধান শিক্ষক আশিস তিওয়ারি জামিন পেলেন সোমবার। জঙ্গিপুর আদালতের নির্দেশে জামিন পান তিনি। এই আশিস তিওয়ারির বিরুদ্ধে নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ায়। ছেলেকে নিয়োগে আশিস কারচুপি করেছেন বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নিজের স্কুলেই ছেলেকে চাকরির ব্যবস্থা করে দেন বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে সিআইডি আশিস তিওয়ারিকে গ্রেফতার করে। ৯০ দিনের মাথায় তিনি ছাড়া পান।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে গোঠা এআর হাইস্কুল (উচ্চমাধ্যমিক)। সেই স্কুলের ভূগোলের শিক্ষক অনিমেষ তিওয়ারি। অভিযোগ ওঠে, বাবা আশিস তিওয়ারি ছেলেকে এই স্কুলে চাকরি পাইয়ে দেন। তিনিও এ স্কুলেরই হেড স্যার। ছেলেকে ভুয়ো সুপারিশপত্র ও নিয়োগপত্র এনে দেন বাবা, এমন অভিযোগ ওঠে। হাইকোর্টে এ নিয়ে মামলাও হয়। স্কুল সার্ভিস কমিশনও আদালতে জানায়, অনিমেষ তিওয়ারির নাম তারা সুপারিশ করেনি।

এরপর গত ১৯ জানুয়ারি কলকাতা হাইকোর্ট সিআইডির হাতে এই মামলার তদন্তভার তুলে দেয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সেই পর্বে অসঙ্গতি পাওয়ায় আশিস তিওয়ারি গ্রেফতার হন। আরটিআই থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমা রায় নামে এক চাকরিপ্রার্থী অনিমেষের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিলেন। গ্রেফতার হন আশিস। এই মামলায় অবসরপ্রাপ্ত এক ডিআই-সহ দু’জন ক্লার্ককেও গ্রেফতার করে সিআইডি। গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন আশিস তিওয়ারি। মে মাসে জামিন পেলেন।