মুর্শিদাবাদ: পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোরের। লরির ধাক্কায় মৃত্যু হয় ইমরান শেখ (১৬) ও আমিন শেখ(১৭) নামে দুই কিশোরের। বহরমপুর থানার শিয়ালমারা এলাকায় তাদের বাড়ি। রবিবার সকালে দু’জন বাইক নিয়ে বেরিয়েছিল। মুর্শিদাবাদের বহরমপুর থানার কলাবাগান এলাকায় বাইক দুর্ঘটনা ঘটে। তাতেই মারা যায় দুই কিশোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জন একই বাইকে যাচ্ছিল। তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। উল্টো দিক থেকে আসা একটি লরি সজোরে তাদের বাইকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ততক্ষণে সব শেষ।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইক নিয়ে বেরিয়েছিল দু’জন।
সাগের আহমেদ নামে তাদের এক আত্মীয় জানান, আমিন, ইমরান খুড়তুতো ভাই। ওরা রবিবার বাইক নিয়ে কলাবাগান এলাকায় গিয়েছিল। শিয়ালমারায় বাড়িতে ফেরার পথে একটি ঘাতক লরি তাদের ধাক্কা মেরে বেরিয়ে যায়। গাড়িটা এখনও ধরা পড়েনি। চালক গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছেন বলেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সাড়ে ৯টা নাগাদ বাড়িতে লোক মারফত মৃত্যুসংবাদ এসে পৌঁছয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বাড়ির লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
গাড়ির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে কেন দুই কিশোরের সঙ্গে হেলমেট ছিল না তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন, যদি তাদের মাথায় হেলমেট থাকত, তা হলে হয়ত বিপদ এড়ানো যেত। বারবার প্রশাসন সতর্ক করে, যাতে সকলে হেলমেট ব্যবহার করেন। বাইক চালকের পাশাপাশি চালকের পিছনে যিনি বসেন, তাঁরও হেলমেট ব্যবহার করা প্রয়োজন। একইসঙ্গে গাড়ির গতি নিয়েও প্রশ্ন উঠেছে। ঘাতক লরিটি অনেকটা জোরেই যাচ্ছিল বলে নিহতদের পরিবারের লোকজনের দাবি।