Domkal Hospital: সন্তানের জন্মের পর বেডেও দেওয়া হয়েছিল যুবতীকে, মুহূর্তে ঘুরে গেল পরিস্থিতি…

Koushik Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jun 22, 2023 | 11:32 PM

Murshidabad News: এদিন সকালে ফুটফুটে মেয়ের জন্ম দেন ওই যুবতী। বিকেলে হঠাৎই বাড়ির লোককে জানানো হয়, অবস্থা খারাপ তাঁর। এরপরই হঠাৎই আসে মৃত্যুসংবাদ।

Domkal Hospital: সন্তানের জন্মের পর বেডেও দেওয়া হয়েছিল যুবতীকে, মুহূর্তে ঘুরে গেল পরিস্থিতি...
কান্নায় ভেঙে পড়েছেন রোগীর আত্মীয়রা।

Follow Us

মুর্শিদাবাদ: হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলল পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতের নাম আদিনা খাতুন। ২৮ বছর বয়স। এদিনই এক কন্যাসন্তানের জন্ম দেন আদিনা। এরপর ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিন সন্ধ্যায় মারা যান তিনি। পরিবারের দাবি, এদিন দুপুর ১২টা নাগাদ সন্তানের জন্ম দেন আদিনা। এরপর সব ঠিকই ছিল। বিকেল ৪টে ১৫ নাগাদ বেডে দেওয়া হয় তাঁকে।

ডোমকলের রমনা এতবারনগরের লোকমান হোসেন আনসারির মেয়ে আদিনা খাতুন। বুধবার তাঁকে প্রসব যন্ত্রণার কারণে ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতভর পর্যবেক্ষণে রাখা হলেও বৃহস্পতিবার সকালে ভর্তি করানো হয় বলে দাবি পরিবারের। আদিনার এক আত্মীয়ের কথায়, “সিজার হওয়ার পর আমরা বাড়ি গিয়েছিলাম। এরপরই হাসপাতাল থেকে ফোন যায়। বলে মায়ের অবস্থা খারাপ। অক্সিজেন দরকার। আমাদের একজন হাসপাতালে ছিল। ওকে ভিতরে গিয়ে দেখতে বলি। কিন্তু নিরাপত্তারক্ষী ভিতরে ওকে ঢুকতেই দেয়নি।”

এই ঘটনায় আদিনার আরেক আত্মীয় হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। বলেন, “মেয়েটা শেষ হয়ে গেল। তবু হাসপাতালে আমাদের ঢুকতে দিল না।” আদিনার পরিবারের দাবি, হাসপাতাল বলেছে, আচমকা রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। তবে এখনও এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তা পাওয়া গেলেই এই প্রতিবেদনে যুক্ত করা হবে।

Next Article