Panchayat Election 2023: ‘কংগ্রেস-তৃণমূল মিলে সিপিএম-কে মেরেছে’, লালগোলার মৃত্যুতে চাঞ্চল্যকর দাবি ভোটারদের

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Jul 08, 2023 | 3:49 PM

Lalgola CPIM Supporter Death: স্থানীয় ভোটারদের অভিযোগ, কংগ্রেস ও তৃণমূলের কর্মীর মিলে এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার সময়ে পর্যাপ্ত পুলিশ সেখানে ছিল না বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বুথের বাইরে একজন মাত্র সিভিক ভলান্টিয়ার ছিলেন বলে দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে এমন ঘটনা হয়ত ঘটত না, আফসোস স্থানীয় ভোটারদের।

Panchayat Election 2023: কংগ্রেস-তৃণমূল মিলে সিপিএম-কে মেরেছে, লালগোলার মৃত্যুতে চাঞ্চল্যকর দাবি ভোটারদের
লালগোলায় মৃত্যু ঘিরে শোরগোল
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

লালগোলা: সময় যত এগোচ্ছে, তত বাড়ছে মৃত্যু। দুপুরে মুর্শিদাবাদের লালগোলায় ছাইতনী প্রাথমিক স্কুলের বুথের কাছে এক সিপিএম সমর্থকের মৃত্যু হয়েছে। মৃত সিপিএম সমর্থকের নাম রওশন আলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ ভোটাররা। ভয়ে সিঁটিয়ে রয়েছেন তাঁরা। স্থানীয় ভোটারদের অভিযোগ, কংগ্রেস ও তৃণমূলের কর্মীর মিলে এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার সময়ে পর্যাপ্ত পুলিশ সেখানে ছিল না বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বুথের বাইরে একজন মাত্র সিভিক ভলান্টিয়ার ছিলেন বলে দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে এমন ঘটনা হয়ত ঘটত না, আফসোস স্থানীয় ভোটারদের।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ। কংগ্রেস ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে ঝামেলা শুরু হয়। আর সেই ঝামেলা থামাতে গিয়েছিলেন রওশন আলি। সেই সময়েই কংগ্রেস ও তৃণমূলের কর্মী-সমর্থকরা মিলে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে।

ওই বুথে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিনা বিবি। তৃণমূলের হয়ে লড়ছেন আফসারা বিবি। আর কংগ্রেসের প্রার্থী সাবিনা বিবি। জানা যাচ্ছে, সম্পর্কে তৃণমূল প্রার্থীর ভাই রওশন। আবার সিপিএম প্রার্থী লিনা বিবির সঙ্গেও আত্মীয়তার সম্পর্ক রয়েছে রওশনের। এলাকায় সিপিএম সমর্থক হিসেবেই পরিচিত রওশন। রাজ্যে অনেক জায়গায় নীচু তলায় বাম -কংগ্রেসের ভোট সমঝোতা হলেও, এই এলাকায় তেমন হয়নি। তৃণমূলের বিরুদ্ধে আলাদা আলাদা প্রার্থী দিয়েছে কংগ্রেস ও সিপিএম। আবার স্থানীয় বাসিন্দারা এও বলছেন, আলাদা আলাদা প্রার্থী দিলেও ভিতরে ভিতরে আঁতাত রয়েছে কংগ্রেস ও তৃণমূলের। সব মিলিয়ে লালগোলার এই ঘটনায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকার সাধারণ ভোটারদের মনে।