West Bengal Panchayat Elections 2023: মধ্যরাতে স্ট্রং রুম থেকে ব্যালট বাক্স চুরির চেষ্টা, গ্রেফতার ২০

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 10, 2023 | 6:11 PM

West Bengal Panchayat Elections 2023: , গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় ব্যালট বাক্স নিউ ফরাক্কা হাইস্কুলে রাখা ছিল। সেখানে সেন্ট্রাল ফোর্সের এক কোম্পানি জওয়ান পাহারা দিচ্ছে স্ট্রং রুম।

West Bengal Panchayat Elections 2023: মধ্যরাতে স্ট্রং রুম থেকে ব্যালট বাক্স চুরির চেষ্টা, গ্রেফতার ২০
মুর্শিদাবাদের স্ট্রং রুমের সামনে ধরপাকড়

Follow Us

মুর্শিদাবাদ: স্ট্রং রুম থেকে ব্যালট বাক্স চুরি করার চেষ্টার অভিযোগে গ্রেফতার ২০ জন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা হাইস্কুল সংলগ্ন এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় ব্যালট বাক্স নিউ ফরাক্কা হাইস্কুলে রাখা ছিল। সেখানে সেন্ট্রাল ফোর্সের এক কোম্পানি জওয়ান পাহারা দিচ্ছে স্ট্রং রুম।

রবিবার গভীর রাতে আনুমানিক রাত দুটোর সময় ফরাক্কার বহু গ্রামের বাসিন্দারা ভিড় জমায় নিউ ফরাক্কা হাইস্কুলের সামনে। হাইস্কুলের মধ্যে স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে বেশ কয়েকজন লোকের ভিড় দেখতে পান রাজ্যের কর্তব্যরত পুলিশ অফিসার এবং জওয়ানরা।

বেশ কয়েকজন হঠাৎ করে স্ট্রং রুমের ভিতর জোর করে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। আইসি গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যালেট বাক্স চুরি করে নিয়ে যেতেই জমায়েত হয়েছিল। মোট ২০ জনকে ফরাক্কা থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের সোমবার দুপুরে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। তাঁদের মধ্যে বেশিরভাগই কংগ্রেস, সিপিআইএম ও কয়েকজন বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে।

স্ট্রং রুম থেকে ২০০ মিটারের মধ্যে এত মানুষের জোর করে প্রবেশ করার কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

Next Article