Murshidabad Bomb Recover: বাড়ির পিছনে, কখনও আবার খোলা মাঠে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শুধু উদ্ধার হচ্ছে বোমা

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 25, 2023 | 12:04 PM

WB Panchayat Polls 2023: প্রথম ঘটনাটি হরিহরপাড়ার। সেখানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। রবিবার সকালবেলা মাঠে কাজ করতে যাওয়ার সময় ব্যাগটি নজরে আসছে কৃষকদের।

Murshidabad Bomb Recover: বাড়ির পিছনে, কখনও আবার খোলা মাঠে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শুধু উদ্ধার হচ্ছে বোমা
লাগাতার বোমা উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: রানিনগর, বেলডাঙার পর এবার রেজিনগর ও হরিহরপাড়া। ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে। এই দুই জায়গাতেই এক ব্যাগ বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে ব্যাপক হইহট্টেগোল শুরু হয়েছে এলাকায়।

প্রথম ঘটনাটি হরিহরপাড়ার। সেখানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। রবিবার সকালবেলা মাঠে কাজ করতে যাওয়ার সময় ব্যাগটি নজরে আসছে কৃষকদের। দ্রুত খবর দেওয়া হয় হরিহরপাড়া থানার তাজপুর পুলিশ ফাঁড়িতে। শেষ পাওয়ার খবর অনুযায়ী, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। শুধু পুলিশ নয়। বোমা গুলি উদ্ধারের পাশাপাশি নিষ্কৃয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়্যাডকেও। তবে কে বা কারা কেন এই বোমা মজুত করেছিল তার তদন্তে নেমেছে পুলিশ।

এ দিকে, হরিহর পাড়া ছাড়াও আজ সকালে রেজিনগর থেকে এক ব্যাগ বোমা উদ্ধারের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেজিনগর থানার নাজিরপুর মধুপুরের একটি বাড়ির পিছনের দিক থেকে ওই ব্যাগটি উদ্ধার হয়েছে। বাড়ির মালিক ইকবাল শেখের দাবি, তিনি এইবার কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন। এর আগে মনোনয়ন তোলার জন্য শাসকদল হুমকি দিয়েছিল। কিন্তু এরপরও কাজ না হওয়ায় মিথ্যে কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এই কীর্তি করেছে।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্লক সভাপতি বলেন, “ওই অঞ্চলে ১০টি সিট রয়েছে। আমাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। সুতরাং পঞ্চায়েত আমরা পেয়ে গিয়েছি। আসলে সিপিএম আর কংগ্রেস মিলে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে।”

উল্লেখ্য, শনিবার সকাল থেকে রানিনগরে বোমাবাজির ঘটনা ঘটে। সময় কিছুটা এগোতেই সামনে আসে বেলডাঙার খবর। সেখানে ফাঁকা মাঠে বোমা বাঁধতে গিয়ে প্রাণ হারান হালিম বিশ্বাস নামে এক ব্যক্তি।

Next Article