
মুর্শিদাবাদ: বিস্ফোরণে প্রাণ গেল আরও এক তৃণমূল কর্মীর। আবারও রাজনৈতিক হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোটের মনোনয়নপর্ব (West Bengal Panchayat Elections 2023) থেকেই হিংসার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদ জেলায়। খড়গ্রাম থেকে শুরু করে নবগ্রাম, রেজিনগর, বেলডাঙা একের পর এক নাম উঠে আসে গত কয়েকদিনে। এখনও পর্যন্ত এ জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ভোটের আগের দিনও সে ছবিতে বদল এল না। মুর্শিদাবাদে বিস্ফোরণে প্রাণ গেল আরও এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায়। বোমা ফেটে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর।
অভিযোগ, রাতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরও থামেনি হিংসা। ভোরের দিকেও নাজিরপুর গ্রামে বোমাবাজি হয় বলে অভিযোগ। এলাকার এক বাড়ির সামনের দরজায় বোমার দাগ। সকেট বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এখনও তার টুকরো পরে রাস্তায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, রাত তখন ১২টা। সবে শুয়েছি। হঠাৎ শুনি দরজার সামনে বিকট শব্দ। বোমা পড়ল। ওই যুবকের বক্তব্য, “ভোট যে দিতে যাব, আমাদের নিরাপত্তা কোথায়? ভোট দিতে যেতেই তো ভয় করছে।”