Murshidabad: স্বামীর পরকীয়ায় বাধা, গোয়ালঘরে মহিলার অবস্থা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা

Murshidabad: মৃতের পরিবারের অভিযোগ, হালিমার উপর নিয়মিত অত্যাচার চালাতেন তাঁর স্বামী। এর আগে একবার হালিমাকে ন্যাড়াও করে দেন। ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালান রুবেল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Murshidabad: স্বামীর পরকীয়ায় বাধা, গোয়ালঘরে মহিলার অবস্থা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা
গোয়ালঘর থেকে উদ্ধার হয় মহিলার দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 09, 2025 | 2:18 PM

মুর্শিদাবাদ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ। তা নিয়ে অশান্তি। তার জেরেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম হালিমা খাতুন(২৪)। ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকার। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল শেখ পলাতক।

জানা গিয়েছে, কয়েক বছর আগে রুবেলের সঙ্গে হালিমার বিয়ে হয়। তাঁদের বছর দুয়েকের কন্যাসন্তান রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, রুবেল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামীর পরকীয়ার কথা জানতে পারার পরই প্রতিবাদ করেন হালিমা। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি প্রায়ই হত।

শনিবার সকালে বাড়ির গোয়ালঘর থেকে হালিমার মৃতদেহ উদ্ধার হয়। রুবেল মৃতের পরিবারকে জানান, তাঁর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। হালিমার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করেছেন রুবেল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই বাড়ির সামনে ভিড় করেন প্রতিবেশীরা।

মৃতের পরিবারের অভিযোগ, হালিমার উপর নিয়মিত অত্যাচার চালাতেন তাঁর স্বামী। এর আগে একবার হালিমাকে ন্যাড়াও করে দেন। ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালান রুবেল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। তাদের বক্তব্য, যদি কোনও অপরাধ না করে থাকেন, তাহলে কেন পালিয়ে গেলেন রুবেল? তাঁকে দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন হালিমার পরিবার।