বহরমপুর: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের পরিবারের দাবি তাঁকে খুন করা হয়েছে। নিজের স্বামীই মেরে ফেলেছে তাঁকে। মৃত গৃহবধূর নাম শম্পা স্বর্ণকার দেবনাথ (৩৪)। বাড়ি বহরমপুর শহরের মধুপুর এলাকায়।বৃহস্পতিবার সাড়ে আটটা নাগাদ মৃতের আত্মীয়দের খবর দেয়, তাঁদের মেয়ে মারা গিয়েছে। পরে খোঁজ খবর নিয়ে আত্মীয়রা জানতে পারে গতকাল রাতেই সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে খবর, দীপক ও সম্পার দশ বছর বিয়ে হয়েছে। নেশাজাতক দ্রব্য কোম্পানিতে চাকরি করতেন দীপক। তবে দম্পতির কোনও সন্তান হয়নি। প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করতেন স্বামী বলে অভিযোগ।
মৃতের আত্মীয়রা জানান, বৃহস্পতিবার সকালে যখন করে তখন জানায় যে তাদের মেয়ে গলায় দড়ি দিয়েছে কিন্তু আমরা এসে দেখি সে রকম কিছু নেই পরে জানতে পারি গতকাল রাত্রেই মারা গেছে। ঘটনায় বহরমপুর থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্তে বহরমপুর থানার পুলিশ।