TV9 বাংলা ডিজিটাল: নবদ্বীপে(Nabadwip, Nadia) শিশু ধর্ষণের অভিযোগে বছর পয়তাল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। ভাইফোঁটা উপলক্ষে মায়ের সঙ্গে মামাবাড়ি গিয়েছিল। সেখানেই এমন ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত চন্দন দাস একটি মুদির দোকান চালায়। ছোট্ট মেয়েটি সেই দোকানে খেলনা কিনতে গিয়েছিল। দুপুরের দিকে রাস্তায় তেমন লোক ছিল না। সেই পরিবেশেরই সুযোগ নেয় চন্দন। শিশুটিকে একটি লজেন্সের লোভ দেখিয়ে দোকান ঘরের মধ্যে ডাকে সে। তারপর দোকান ঘরের মধ্যেই ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এসে যাওয়ার ভয়ে শিশুটিকে ছেড়ে দেয় সে। এমনই অভিযোগ চন্দন দাসের বিরুদ্ধে।
শিশুর মা প্রথম থেকেই ঘটনার পরে মেয়ের আচরণে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছিলেন। পরে তাকে জিজ্ঞাসা করলে সে সবটা মাকে জানায়। শিশুর কথার ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ দায়ের হওয়ার পরই সেদিন রাতে অভিযুক্ত গ্রেফতার করে পুলিস। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে চন্দন দাস।
আরও পড়ুন: শতাব্দী প্রাচীন গাছ পড়ে ভেঙে পড়ল দোকানের একাংশ, পথ অবরোধ বিক্ষুব্ধ জনতার
ভারতে ধর্ষণ দিনদিন বাড়ছে। রোজ একাধিক অভিযোগ জমা হয় ধর্ষণের। সমীক্ষা বলছে দেশে গড়ে রোজ প্রায় ৮৮ টি ধর্ষণের ঘটনা ঘটে। ২০১৯ সালে মোট ৩২ হাজার ৩৩ টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। গত বছর মোট শিশু ধর্ষণের অভিযোগ জমা পড়েছে ৪ হাজার ৯৪০ টি। দেশে সবচেয়ে বেশি ধর্ষণের অপরাধ হয় রাজস্থানে। গত বছর পশ্চিমবঙ্গে ধর্ষণের অভিযোগ জমা পড়েছে ১০৬৯ টি। তার মধ্যে নাবালিকা ধর্ষণ ৪ টি।