Road Accident in Durga Puja: ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না বাড়ি, নবমীর রাতে নদিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

Road Accident in Durga Puja: স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই পাঠানো হয় শক্তিনগর হাসপাতালে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি বর্ণালীকে।

Road Accident in Durga Puja: ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না বাড়ি, নবমীর রাতে নদিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের
কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 9:41 AM

নদিয়া: ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না বাড়িতে। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ঘটনা নদিয়ার প্রতাপপুর কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। মৃত তরুণীর নাম বর্ণালী দাস (১৯)। সূত্রের খবর, নবমীতে প্রতাপপুর থেকে মাজদিয়ার অটো করে ঠাকুর দেখতে যাচ্ছিলেন ওই তরুণী। তখন রাস্তায় একটি ট্রাক্টর এসে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক্টর। অটোতে থাকা আরও এক কিশোরী গুরুতর আহত হন। আহত হন বাকি যাত্রী ও চালকও। 

স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই পাঠানো হয় শক্তিনগর হাসপাতালে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি বর্ণালীকে। তবে শুধু এ ঘটনাই নয়। নবমীর ঠাকুর দেখতে বেরিয়ে জেলায় আরও ৩ দনের মৃত্যু হয়েছে বলে খবর।

নবমীতেই ধানতলা থানা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। একইসঙ্গে একাধিক পথ দুর্ঘটনার খবর মিলেছে রানাঘাটে। একাধিক জায়গায় পথ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। এদের অনেককেই রানাঘাট মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানে তিন জনের মৃত্যু হয়।