Bangladesh: সীমান্তে পৌঁছনোর আগে ধৃত ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, দালালদের খুঁজছে পুলিশ

Bangladesh: ভারতের অনুপ্রবেশের পর দালালদের সহযোগিতায় তৈরি করেছিল ভারতীয় নথিপত্র। কাজের খোঁজে ভারতের বিভিন্ন রাজ্যে চলে যায়। শনিবার সকালে হাঁসখালি থানার পুলিশ জানতে পারে যে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে ওই বাংলাদেশিরা। সীমান্তে পৌঁছানোর আগেই হাঁসখালি থানার পুলিশ ওই ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

Bangladesh: সীমান্তে পৌঁছনোর আগে ধৃত ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, দালালদের খুঁজছে পুলিশ
ধৃত ৭ বাংলাদেশিImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 03, 2025 | 4:33 PM

নদিয়া: বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান নদিয়া জেলা পুলিশের। আর সেই অভিযানে ধরা পড়ল ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার হাঁসখালি থানা এলাকার ঘটনা। সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্যকারীদের খুঁজতে তৎপর হয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে দালালদের খোঁজ পেতে চাইছে তারা।

পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশিরা তিন বছর আগে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। এরপর দালালদের সহযোগিতায় তৈরি করেছিল ভারতীয় নথিপত্র। কাজের খোঁজে ভারতের বিভিন্ন রাজ্যে চলে যায়। শনিবার সকালে হাঁসখালি থানার পুলিশ জানতে পারে যে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে ওই বাংলাদেশিরা। সীমান্তে পৌঁছানোর আগেই হাঁসখালি থানার পুলিশ ওই ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

ধৃত ৭ জনের মধ্যে তিনজন মহিলা, চারজন পুরুষ। শনিবার ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। অন্যদিকে এই বাংলাদেশিদের ভারতীয় দালাল চক্র কীভাবে সহযোগিতা করেছিল, তা তদন্ত করে দেখতে ধৃতদের হেফাজতে চায় পুলিশ।

গত বছরে অগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেড়েছে অনুপ্রবেশের চেষ্টা। পুলিশের একাধিক অভিযানে শতাধিকেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। গ্রেফতার করা হয়েছে দালালদের।