Nadia: ‘আমার বউকে ব্যবহার করে ছেড়ে দিস না’, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ভিডিয়ো বার্তা দিয়ে চরম পদক্ষেপ ব্যক্তির
Nadia: চিকিৎসক এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান, মদের সঙ্গে বিষ মিশিয়ে খেয়ে সাধন আত্মঘাতী হয়েছেন। সাধনের মৃত্যুর পর তাঁর সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, আত্মঘাতী হওয়ার আগে তিনি কয়েকটি ভিডিয়ো আপলোড করেছেন। যেখানে তিনি বলছেন, এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।

নদিয়া: ভিনরাজ্যে কাজ করতেন। জানতে পারেন স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তারপরই বাড়ি ফিরে মদের সঙ্গে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক পরিযায়ী শ্রমিক। আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। মৃতের নাম সাধন বিশ্বাস। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গোবারচর এলাকার।
জানা গিয়েছে, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে ছিলেন বছর সাঁইত্রিশের সাধন বিশ্বাস। গতকালই বাড়িতে আসেন। পরিজনদের দাবি, সাধন যে বাড়ি ফিরে এসেছেন তাঁরা জানতেন না। গতকাল রাতে বাড়ির মধ্যেই তাঁকে পড়ে থাকতে দেখেন সবাই। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসক এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান, মদের সঙ্গে বিষ মিশিয়ে খেয়ে সাধন আত্মঘাতী হয়েছেন। সাধনের মৃত্যুর পর তাঁর সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, আত্মঘাতী হওয়ার আগে তিনি কয়েকটি ভিডিয়ো আপলোড করেছেন। যেখানে তিনি বলছেন, এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ওই যুবকের নাম উল্লেখ করে ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “তুই আমার সংসার নষ্ট করেছিস। আমি আত্মহত্যা করছি তোর কারণে। তোরা দু’জন দু’জনকে ভালবাসিস। আমি চাই না তোর শাস্তি হোক। আমি চাই আমার বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। ওকে ব্যবহার করে ছেড়ে দিস না।” আত্মহত্যা ছাড়া তাঁর আর কোনও পথ নেই বলে ভিডিয়ো বার্তায় জানান সাধন। পাশাপাশি তিনি ভিডিয়োর মাধ্যমে তাঁদের দুজনকে ভাল থাকার বার্তা দিয়েছেন। সাধনের এক ছেলে, এক মেয়ে। সন্তানদের নিয়ে যদি অসুবিধা হয়, তাহলে কোনও অনাথ আশ্রমে রেখে দেওয়ার কথাও বলেছেন।
মৃতের স্ত্রী দাবি করেন, গতকাল তাঁর স্বামী যে বাড়ি ফিরে এসেছিলেন, তা তিনি জানতেন না। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেন তিনি। বরং তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন। ওই ভিডিয়োগুলিও পুরনো বলে তিনি দাবি করেন।
মৃতদেহ এদিন ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

