মোষ পাচারে বাধা পেয়ে BSF-কে ধারাল অস্ত্রের কোপের চেষ্টা, পাল্টা গুলিতে মৃত্যু বাংলাদেশির

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 09, 2022 | 3:22 PM

BSF: শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। নিহত মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর বাংলাদেশের দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের বাসিন্দা।

মোষ পাচারে বাধা পেয়ে BSF-কে ধারাল অস্ত্রের কোপের চেষ্টা, পাল্টা গুলিতে মৃত্যু বাংলাদেশির

Follow Us

নদিয়া: মোষ পাচারে বাধা দেওয়ায় ধারাল অস্ত্র নিয়ে বিএসএফ (BSF) জওয়ানদের উপর হামলার অভিযোগ। আত্মরক্ষার্থে গুলি বিএসএফ জওয়ানের। গুলিতে মৃত্যু বাংলাদেশের এক পাচারকারীর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর সীমান্তের কাছে। মৃত বাংলাদেশি (Bangladeshi) ব্যক্তির নাম মুনতাজ হোসেন (৩২)। সূত্রের খবর, শনিবার গভীর রাতে কয়েক জন পাচারকারী মোষ পাচার করতে গেলে ৫৪ নম্বর গেটে বিএসএফ-র ব্যাটেলিয়ানরা তাঁদের আটকায়।

শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। নিহত মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর বাংলাদেশের দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মোষ পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীর কাছে বাধা পেয়ে এক জওয়ানকে হসুয়া দিয়ে কাটতে যান ওই পাচারকারী। তখন বিএসএফ গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর পুলিশ মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের ইন্তাজুল আলী জানান, রাতে সীমান্তে মহিষ আনতে যান আমার বড় ভাই। রাত ১ টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের উল্টো দিক থেকে ৭-৮ রাউন্ড গুলির শব্দ শুনি। ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প থেকেই আওয়াজটা আসে বলে মনে হয়। পরে জানা যায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়ছেন মুনতাজ। তাঁর লাশ নিয়ে যায় বিএসএফ। 

Next Article