AC Local Train: প্রথম এসি লোকাল দেখল শিয়ালদহ শাখা, ভাড়া ১২০, প্লাটফর্মে সেলফি তোলার ভিড়

AC Local Train: এদিন সকাল থেকেই দেখা গেল, স্টেশনে এসি লোকাল ট্রেনের সঙ্গে সেলফি তোলার হিড়িক। সোশ্যাল মিডিয়াও ভরে যাচ্ছে এসি লোকালের ছবিতে। যাত্রীদের দাবি, আরও বাড়ানো হোক এসি লোকাল ট্রেনের সংখ্যা।

AC Local Train: প্রথম এসি লোকাল দেখল শিয়ালদহ শাখা, ভাড়া ১২০, প্লাটফর্মে সেলফি তোলার ভিড়
এসি লোকাল ট্রেনImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2025 | 12:57 PM

রানাঘাট: সকাল ঠিক ৮টা ২৯মিনিটে ছাড়ল শিয়ালদহ শাখার প্রথম এসি লোকাল ট্রেন। এতদিন পর্যন্ত এই শাখায় লোকাল ট্রেনের ছবি বলতে ছিল, বাদুড়ঝোলা ভিড়, যাত্রীদের গলদঘর্ম অবস্থা। তবে সোমবারের এই ছবি একেবারে অন্যরকম। সাদা-নীল ট্রেন দেখে বোঝার উপায় নেই এটা লোকাল ট্রেন। যাত্রীরা উঠলেই বন্ধ হয়ে যাচ্ছে দরজা। লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের কাছে এই ছবি একেবারে অন্যরকম। তাই সকালে এই ট্রেনকে ঘিরে উৎসাহ ছিল চোখের পড়ার মতো।

এদিন সকাল ৮টা ২৯-এ নদিয়ার রানাঘাট স্টেশন থেকে যাত্রাপথ শুরু হল এসি লোকাল ট্রেনের। প্রথম দিনের যাত্রাপথে যাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল যথেষ্ট। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই পূর্বরেল এই সিদ্ধান্ত নিয়েছে।

লোকাল ট্রেনে প্রবল ভিড়ে, গরমের মধ্যে হাঁসফাঁস করতে করতে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। লোকাল ট্রেন এসি হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সময় যেমন কম লাগবে, তেমনই গরমেও স্বস্তি মিলবে যাত্রীদের। তাই রেলের এই সিদ্ধান্ত খুশি যাত্রীরা। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ আরামদায়কভাবে যেতে পারবেন তাদের গন্তব্যস্থলে।

এদিন সকাল থেকেই দেখা গেল, স্টেশনে এসি লোকাল ট্রেনের সঙ্গে সেলফি তোলার হিড়িক। সোশ্যাল মিডিয়াও ভরে যাচ্ছে এসি লোকালের ছবিতে। যাত্রীদের দাবি, আরও বাড়ানো হোক এসি লোকাল ট্রেনের সংখ্যা। আগামিদিনে শান্তিপুর হয়ে নবদ্বীপ পর্যন্ত এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। রানাঘাট স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেনের ভাড়া ১২০ টাকা হলেও যাত্রীরা বলছেন, এই ভাড়া নিয়ে কোনও অসুবিধা নেই। অস্বস্তিকর গরমের মধ্যে প্রথম দিনের লোকাল এসি ট্রেনের যাত্রা যেন এক নতুন দিগন্ত খুলে দিল।