নদিয়া: সকালেই কলকাতা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এক বাংলাদেশিকে পাকড়াও করেছে পুলিশ। সেলিম মাতব্বর নামে ওই ব্যক্তি আবার বাংলাদেশের বিএনপি নেতা বলেও পুলিশ সূত্রে খবর। এরইমধ্যে এবার নদিয়াতেও গ্রেফতার চার বাংলাদেশি। গ্রেফতার করেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এদিনই তাঁদের আদালতে তোলা হয়।
সূত্রের খবর, গত বৃহস্পতিবার বৈধ পাসপোর্ট এবং ভিসা না থাকা সত্ত্বেও এক মহিলা সহ আরও ৩ জন বাংলাদেশি বেআইনিভাবে কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এ দেশে আসার পর এপারেই এক ব্যক্তির বাড়িতে থাকতে শুরু করে। সেই খবর পৌঁছে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কাছে। তারপরই অ্যাকশনের পরিকল্পনা নেয় পুলিশ।
শুক্রবার রাতে হয় পুলিশি অভিযান। তাতেই মেলে সাফল্য। ধরমপুর খালপাড়া থেকে ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। কিন্তু তারা অবৈধ প্রক্রিয়ায় ভারতের মাটিতে পা রাখে তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিন তাঁদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়। অন্যদিকে কলকাতায় গ্রেফতার হওয়া সেলিম মাতব্বর আবার ভুয়ো নাম ব্যবহার করে, জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসাবে কলকাতায় থাকতে শুরু করে বলে জানা গিয়েছে। কোথা থেকে তিনি এই জাল নথি বানিয়েছেন তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে।