AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: চিকেন প্যাটিস-কাণ্ডে “সব ক’টাকে গ্রেফতার করিয়েছি”, গর্জন মমতার

Mamata Banerjee in Krishnanagar: বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ অনেকটাই শেষ। যাদের তথ্য নিয়ে বিভ্রাট, তাঁদের শুনানির জন্য় ডাকবে বলেই জানিয়েছিল কমিশন। এখন তলব করেনি, তবে করলে তৃণমূল সেই সকল মানুষদের পাশে রয়েছে বলেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: চিকেন প্যাটিস-কাণ্ডে সব ক'টাকে গ্রেফতার করিয়েছি, গর্জন মমতার
মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 11, 2025 | 2:47 PM
Share

নদিয়া: নিরামিষ সাম্রাজ্যবাদ প্রসঙ্গে সরব মমতা। বাঙালির উপর নিরামিষ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে একটি জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখান থেকেই তোপ দাগেন গেরুয়া শিবিরের। পাশাপাশি, চিকেন প্যাটিস-কাণ্ডে প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

চিকেন প্য়াটিস-কাণ্ড

রবিবার গীতাপাঠের দিন ময়দানে এক প্য়াটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে কিছু হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়া জুড়ে শোরগোল ফেলেছে সেই ‘দৌরাত্ম্যের’ ভিডিয়ো (যার সত্য়তা টিভি৯ বাংলা যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর করা হচ্ছে ওই বিক্রেতাকে। ফেলে দেওয়া হয় তাঁর বাক্সের সমস্ত প্যাটিস। এরপরই দায়ের অভিযোগ। তারপর গ্রেফতারি।

যে কথা বৃহস্পতিবার নদিয়ার সভা থেকে তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, ‘একটা হকার তাঁর জিনিস বিক্রি করতে গিয়েছে। সব মিটিংয়েই এটা দেখা যায়। তাঁর মাথায় খেলেনি যে এটা বিক্রি করব, ওটা করব না। ওকে ধরে মেরেছে। আমি ওদের সব ক’টাকে গ্রেফতার করিয়েছি। এটা বাংলা, উত্তর প্রদেশ নয়।’ এরপরেই গেরুয়া শিবিরের নিরামিষ সাম্রাজ্যবাদ নিয়ে সরব হন তিনি। উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা বিজেপিকে কি ভোট দেবেন? ওরা মাছ-মাংস খেতে দেয় না। নিরামিষ চাপিয়ে দেয়।’

এসআইআর নিয়ে সরব মমতা

নদিয়ার জনসভা থেকে এসআইআর-কেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী। বাংলায় আগত কমিশনের পর্যবেক্ষকদের ‘বিজেপি মার্কা’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘দিল্লি থেকে বিজেপি মার্কা লোকেদের পাঠানো হচ্ছে। বলছে দেড় কোটি লোকেদের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারওর নাম বাদ দিতে দেবে না।’

বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ অনেকটাই শেষ। যাদের তথ্য নিয়ে বিভ্রাট, তাঁদের শুনানির জন্য় ডাকবে বলেই জানিয়েছিল কমিশন। এখনও কাউকে তলবের খবর মেলেনি, তবে করলে তৃণমূল সেই সকল মানুষদের পাশে রয়েছে বলেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার অভিযোগ তুলেছেন শুনানির মাধ্যমে নাম বাদ দেওয়ার।

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গতকাল একটা খবর শুনলাম, জানি না সত্যি কি না। যাঁরা ঠাকুমা, ঠাকুরদার নাম দিয়েছে তাঁদের শুনানিতে ডাকা হবে, নাম বাদ দেওয়া হবে। যাঁরাই শুনানিতে যাবেন তাঁদের নাম বাদ দিয়ে দেবে।’ তাঁর সংযোজন, ‘শুনানিতে যাবেন। ফাইট করবেন। সরকার মে আই হেল্প ইউ তৈরি করে দিচ্ছে। পার্টির লোকেরাও সাহায্য করবে।’

আবার বাংলাদেশিরা জড়ো হচ্ছেন সীমান্তে, অপেক্ষা কাঁটাতার পেরনোর
আবার বাংলাদেশিরা জড়ো হচ্ছেন সীমান্তে, অপেক্ষা কাঁটাতার পেরনোর
কে পালাল বাইকে? ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে!
কে পালাল বাইকে? ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে!
আলিমের নার্ভের রোগ, ১৬ চাকার গাড়ি চালায় না: আলিমের স্ত্রী
আলিমের নার্ভের রোগ, ১৬ চাকার গাড়ি চালায় না: আলিমের স্ত্রী
'জেলে মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ডে যায়', শাহজাহানকে তোপ শুভেন্দুর
'জেলে মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ডে যায়', শাহজাহানকে তোপ শুভেন্দুর
আমাকে অপমান করে এখন চুল কোঁকড়াচ্ছে: হুমায়ুন
আমাকে অপমান করে এখন চুল কোঁকড়াচ্ছে: হুমায়ুন
'গাছে কাঁঠাল, গোঁফে তেল', হুমায়ুনকে কটাক্ষ দিলীপের
'গাছে কাঁঠাল, গোঁফে তেল', হুমায়ুনকে কটাক্ষ দিলীপের
ধাক্কা মেরেই পালিয়ে গেল ট্রাকচালক! জেলে বসেই খুনের ছক শাহজাহানের?
ধাক্কা মেরেই পালিয়ে গেল ট্রাকচালক! জেলে বসেই খুনের ছক শাহজাহানের?
নাম বাদ যাওয়ার আশঙ্কাতেই এই হামলা, অভিযোগ আক্রান্ত BLO মানব চন্দ্রের
নাম বাদ যাওয়ার আশঙ্কাতেই এই হামলা, অভিযোগ আক্রান্ত BLO মানব চন্দ্রের
তাঁর দলের লক্ষ্য কী হবে? স্পষ্ট করে দিলেন হুমায়ুন
তাঁর দলের লক্ষ্য কী হবে? স্পষ্ট করে দিলেন হুমায়ুন
NATO-র যুদ্ধপ্রস্তুতি, রাশিয়ার বিরুদ্ধে কী করতে চলেছে গোটা Europe?
NATO-র যুদ্ধপ্রস্তুতি, রাশিয়ার বিরুদ্ধে কী করতে চলেছে গোটা Europe?