
কলকাতা: নেতাজি ইন্ডোরে অমিত শাহর সভায় ঢোকার আগে অসুস্থ হয়ে মৃত্যু হল নদিয়ার এক বিজেপি পঞ্চায়েত প্রধানের। মৃতের নাম দীপঙ্ক দাস(৫২)। তিনি হাঁসখালির ময়ূরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। রবিবার নেতাজি ইন্ডোরে প্রবেশের ঠিক আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এসএসকেএম হাসপাতালে আনা হলে বিজেপির ওই পঞ্চায়েত প্রধানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নেতাজি ইন্ডোরের সভায় যোগ দিতে এদিন সকালে ট্রেন ধরেছিলেন দীপঙ্কর দাস। নেতাজি ইন্ডোরে প্রবেশের আগে গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে যন্ত্রণা অনুভব করেন। সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীরা তাঁকে একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত প্রধানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই ভিড় জমান কর্মী সমর্থকরা। কান্নায় ভেঙে পড়েন দীপঙ্কর দাসের স্ত্রী ও পরিবারের লোকজন। জানা গিয়েছে, দীপঙ্কর দাস প্রাক্তন সেনাকর্মী। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তাঁর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। তিনি প্রধান নির্বাচিত হন।
মৃতের স্ত্রী রমা দাস বলেন, “ওঁর এমনিতে হার্টের সমস্যা ছিল। আজ সকালে বাড়ি থেকে খেয়েও বেরোননি। আমি একবার ফোন করেছিলাম। বাড়িতে লোকে কাজ করছে, তাদের এখন টাকা দেব কি না, জানতে চেয়েছিলাম। বললেন, আমি এখন কথা বলতে পারছি না, যা পার করো।”