Student Murder: নদিয়ায় পাট ক্ষেত উদ্ধার কিশোরের দেহ, ‘ওরা হিংসা করতো’, বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ মায়ের
Student Murder: পাট ক্ষেত উদ্ধার কিশোরের দেহ! ল্য নদিয়ার কোতোয়ালি থানার অন্তর্গত হিজুলি এলাকায়। ঘটনায় আটক কিশোরের ৩ বন্ধু।
নদিয়া: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল বন্ধুরা। সন্ধ্যায় পাট ক্ষেত থেকে উদ্ধার হল কিশোরের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার (Nadia) কোতোয়ালি থানার অন্তর্গত হিজুলি এলাকায়। পরিবারের দাবি, বন্ধুরাই খুন করে ফেলে রেখে গিয়েছে ওই কিশোরকে। কিন্তু, খুনের (Murder) কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃত কিশোরের নাম রাজু মণ্ডল। বয়স ১৪ বছর। পরিবার সূত্রে খবর, ওই কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তার বন্ধুরা।
দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর খোঁজ মেলেনি। এলাকায় খোঁজখবর শুরু করে পরিবারের সদস্যরা। এরইমধ্যে শনিবার সন্ধ্যার সময় কোতোয়ালি থানার অন্তর্গত হিজুলি এলাকায় একটি পাটের ক্ষেত থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়।
ঘটনায় মৃত ছাত্রের মা বলছেন, “ওকে ওর বন্ধুরাই মেরেছে। ওদের আমি চিনি। পুলিশকেও বলেছি সে কথা। স্কুলে কদিন আগে একটা প্রজেক্ট হয়েছিল। সেই প্রজেক্টে আমার ছেলেকে স্যারেরা নিয়েছিল। ওর হাতের কাজ খুব ভাল। সে কারণেই ওকে নিয়েছিল। তাতে ওর দুই বন্ধু ওকে বাঁকা কথা শুনিয়েছিল। হিংসা করছিল। বলেছিল দেখে নেব। কিন্তু, তার পরিণতি যে এই হবে তা কে জানতো! ওই ঘটনার কথা বাড়িতে এসে আমাকে বলেছিল।” ঘটনায় ইতিমধ্যেই রাজুর তিন বন্ধুকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।