BSF Jawans news: আম আর কলাবাগানেই শুরু করেছিল ওরা, দেখতে পেয়েই অ্যাকশন BSF-এর

৩২ তম ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা আজ সকাল সাড়ে আটটা নাগাদ পাহারা দিচ্ছিলেন। সেই সময় তাঁদের নজরে হঠাৎ যায় আম ও কলাবাগানের ভিতর বাংলাদেশি চোরাকারবারি ও ভারতীয় চোরাকারবারিরা একে অপরের দিকে প্যাকেট ছুড়ে মারছে। আর ভারতীয় চোরাকারবিরা সেই প্যাকেট কুড়িয়ে নিচ্ছে। দ্রুত অ্যাকশনে নামে বিএসএফ। ঘটনাস্থলেই একজনকে গ্রেফতার করে। 

BSF Jawans news: আম আর কলাবাগানেই শুরু করেছিল ওরা, দেখতে পেয়েই অ্যাকশন BSF-এর
এরা কী করছিল?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2025 | 3:59 PM

নদিয়া: সকালবেলায় তখন সীমান্তে নজর রাখছিলেন বিএসএফ (BSF)। এদিক-ওদিক টহল দিতে-দিতে তাঁদের চোখ যায় আম ও কলাবাগানের দিকে। বাগানের ভিতরেই চলছিল যত খেলা। তারপর আর কী? অ্যাকশনে নামল আধা সেনা। এরপর যা উদ্ধার হল চোখ চড়কগাছ হওয়ার জোগাড়।

৩২ তম ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা আজ সকাল সাড়ে আটটা নাগাদ পাহারা দিচ্ছিলেন। সেই সময় তাঁদের নজরে হঠাৎ যায় আম ও কলাবাগানের ভিতর বাংলাদেশি চোরাকারবারি ও ভারতীয় চোরাকারবারিরা একে অপরের দিকে প্যাকেট ছুড়ে মারছে। আর ভারতীয় চোরাকারবিরা সেই প্যাকেট কুড়িয়ে নিচ্ছে। দ্রুত অ্যাকশনে নামে বিএসএফ। ঘটনাস্থলেই একজনকে গ্রেফতার করে।

এরপরই বিএসএফ জওয়ানরা ওইগুলো বাজেয়াপ্ত করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আরও একটি মোবাইল ফোন। বাজেয়াপ্ত হওয়া প্যাকেটগুলি পরীক্ষা করে মোট ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যা পাচারের জন্য পাঠানো হয়েছিল। উদ্ধার হওয়া সোনাগুলির দাম ৮০.৫৫ লক্ষ টাকা। যার ওজন ৭১৯.২ গ্রাম।

দক্ষিণবঙ্গ সীমান্ত বিএসএফের জনসংযোগ কর্মকর্তা এই সফল অভিযানের প্রশংসা করে বলেন যে চোরাচালানের মতো অবৈধ কার্যকলাপ রোধে বিএসএফ সদস্যরা সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের কাছে সোনা চোরাচালান সম্পর্কিত যেকোনো তথ্য অবিলম্বে সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯ বা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭, বার্তা বা ভয়েস নোটের মাধ্যমে বিএসএফের সাথে শেয়ার করার জন্য আবেদন করেন। তিনি আরও আশ্বাস দেন যে বিশ্বাসযোগ্য তথ্য যথাযথভাবে পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।