Nadia: স্বামী সীমান্তে কর্তব্য়রত, সকালে ঝাঁট দিতে গিয়ে একটা কাগজের টুকরো দেখেই বুক কেঁপে উঠল জওয়ানের স্ত্রীর
Nadia: শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

নদিয়া: সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত এক জওয়ানের বাড়িতে হঠাৎ এল চিঠি। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত জওয়ানের পরিবার। তাঁর স্ত্রী বাড়িতে একাই থাকেন। স্বামী বাংলাদেশ সীমান্তে কর্মরত। দেশের আর এক সীমান্তে কয়েকদিন আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে সংঘর্ষবিরতি রয়েছে। তারই মধ্যে ওই জওয়ানের বাড়িতে আসা চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই চিঠিতে লেখা, ‘পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়’।
চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। নদিয়ার শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায়। স্ত্রী সুপর্ণা নাগ দুই সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকেন।
অভিযোগ, কয়েকদিন আগে সকালে সুপর্ণা বাড়ির উঠোন ঝাঁট দিতে গিয়ে দেখেন কাগজের টুকরো পড়ে রয়েছে। তাতে লেখা রয়েছে ‘পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে। বাড়িতে একা আছে।’
এরপরই চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয় স্ত্রী সুপর্ণা নাগের। তাঁর দাবি যেহেতু তাঁর স্বামী একজন সেনা জওয়ান এবং কর্মসূত্রে রয়েছেন ত্রিপুরায়,তাই এই পরিস্থিতিতে তিনি আতঙ্কিত।
সেনা জওয়ানের দাদা কাজল নাগের দাবি, ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন। তাঁরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনার চরম নিন্দা করেছেন বিজেপি নেতা সোমনাথ কর। তিনি বলেন, “শুধুমাত্র এই ঘটনা নয়, গোটা দেশ জুড়ে ভারত বিরোধীরা ছড়িয়ে রয়েছে। অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”





