Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: রাজ্যে আবার কোটি কোটি টাকার খেলা! বাংলায় ঢুকে গ্রেফতার করল অমিত শাহর পুলিশ

Delhi Police in Nadia: গোকুল বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল্লি পুলিশের বিশেষ দল। জিজ্ঞাসাবাদের সময় বক্তব্যে অসঙ্গতি উঠে আসায় তাঁকে গ্রেফতার করে পুলিশ এবং রানাঘাট আদালতে পেশ করা হয়। আদালত গোকুল চন্দ্র বিশ্বাসের তিনদিনের ট্রানজিট রিমান্ডের অনুমোদন দেয়।

Nadia: রাজ্যে আবার কোটি কোটি টাকার খেলা! বাংলায় ঢুকে গ্রেফতার করল অমিত শাহর পুলিশ
হাঁসখালি থেকে গ্রেফতার
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 7:07 PM

নদিয়া: আবার কোটি কোটি টাকার খেলা। আর সেই ঘটনার তদন্তে নেমে ভিন রাজ্যে থেকে পুলিশ আসল বাংলায়। নদিয়ার হাঁসখালি (Hanskhali) থানা এলাকায় বুধবার অভিযান চালায় দিল্লি পুলিশের এক বিশেষ দল। হাঁসখালির গোবিন্দনগর কলোনির বাসিন্দা অঙ্কন বিশ্বাসের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। অভিযোগ এই অঙ্কনের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্প্রতি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই এদিন অঙ্কনের বাড়িতে হানা দেয় পুলিশ। জানা যাচ্ছে, ঋণ সংক্রান্ত একটি বিষয় নিয়ে টাকা নয়ছয়ের অভিযোগের তদন্ত চালাচ্ছিল দিল্লি পুলিশ। সেই সূত্র ধরেই নদিয়ার অঙ্কন বিশ্বাসের বাড়িতে হানা। কিন্তু অঙ্কন বিশ্বাস সেই সময় বাড়িতে ছিলেন না। তাঁর বাবা গোকুল বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল্লি পুলিশের বিশেষ দল। জিজ্ঞাসাবাদের সময় বক্তব্যে অসঙ্গতি উঠে আসায় তাঁকে গ্রেফতার করে পুলিশ এবং রানাঘাট আদালতে পেশ করা হয়। আদালত গোকুল চন্দ্র বিশ্বাসের তিনদিনের ট্রানজিট রিমান্ডের অনুমোদন দেয়।

জানা যাচ্ছে, অঙ্কন বিশ্বাসের বাবা গোকুল বিশ্বাস পেশায় দন্ত চিকিৎসক। আর অঙ্কন অ্যাকাউন্টেন্সির কাজ করে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়েছে। সম্প্রতি আবার তাঁর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাত কোটি টাকা ঢুকেছে বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশের হাতে উঠে আসে নদিয়ার হাঁসখালির বাসিন্দা এই অঙ্কনের নাম। সেই সূত্র ধরেই এদিন হাঁসখালির গোবিন্দনগর কলোনিতে পৌছায় দিল্লি পুলেশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।

গোবিন্দনগরে অঙ্কনদের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। সেই বাড়িতে যায় পুলিশ। কিন্তু সেই সময় অঙ্কন বাড়িতে ছিলেন না। তাই তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বে একাধিক অসঙ্গতি ধরা পড়ে কথায়। এরপরই অঙ্কনের বাবা গোকুল বিশ্বাসকে গ্রেফতার করে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ এবং রানাঘাট আদালতে পেশ করে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নেয়।