Nadia: চেম্বারে বসেই মহিলাদের সঙ্গে ডাক্তারের চরম ঘনিষ্ঠতা, সেই মুহূর্তের ভিডিয়ো ফাঁস হতেই…
Nadia: ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের দীর্ঘদিনের চিকিৎসক ছিলেন অমিয় দাস। তিনি পাশে একটি ওষুধের দোকানে বসতেন, রোগীদের চিকিৎসা করতেন। বেশ কয়েক বছর ধরে তিনি এই ওষুধের দোকানে বসেন।

ফুলিয়া: সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ। মহিলাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আর খোঁজ নেই চিকিৎসকের। শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার ঘটনা।
ওষুধ দোকানে বসে মহিলাদের সঙ্গে অশ্লীল কাজকর্ম চালাতেন চিকিৎসক! আর তাতে সাহায্য করতেন ওই ওষুধ দোকানের মালিক ও তাঁর স্ত্রী। অবশেষে এই ঘটনার পর্দা ফাঁস সোশ্যাল মিডিয়ায়। ঘটনা সামনে আসার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষ। সোমবার সকাল থেকেই উত্তেজিত জনতা ফার্মেসি বন্ধ করার দাবিতে দফায় দফায় বিক্ষোভ শুরু করে।
ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের দীর্ঘদিনের চিকিৎসক ছিলেন অমিয় দাস। তিনি পাশে একটি ওষুধের দোকানে বসতেন, রোগীদের চিকিৎসা করতেন। বেশ কয়েক বছর ধরে তিনি এই ওষুধের দোকানে বসেন। সম্প্রতি এলাকায় বেশ কিছু মহিলার সঙ্গে তাঁর অন্তরঙ্গ তথা মুহূর্তের অসংলগ্ন অবস্থার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ক্ষুব্ধ হন এলাকার মানুষ।
চিকিৎসক এবং বাড়ির মালিককে গ্রেফতারের দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক ও ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসকের কোনও খোঁজ নেই। তল্লাশি চালাচ্ছে পুলিশ।





