Santipur News: পুলিশ ধরতেই বলল, ‘স্যর দু-তিনটে বিয়ার খাব না’

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Mar 16, 2025 | 8:09 PM

চোখ লাল, দৃষ্টি ঘোলাটে, কথাতেও যেন অসামঞ্জস্যতা, তবু ক্যামেরার সামনে নাগাড়ে বলে চলেছে ‘লিমিটে আছি’। হোলির দুপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে হোটেলে এসেছিলেন, রাস্তাতেই ট্রাফিক পুলিশের সঙ্গে বাদানুবাদ। কী বলছে মদ্যপ দুই যুবক? দেখুন ভিডিয়ো

চোখ লাল, দৃষ্টি ঘোলাটে, কথাতেও যেন অসামঞ্জস্যতা, তবু ক্যামেরার সামনে নাগাড়ে বলে চলেছে ‘লিমিটে আছি’। হোলির দুপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে হোটেলে এসেছিলেন, রাস্তাতেই ট্রাফিক পুলিশের সঙ্গে বাদানুবাদ। কী বলছে মদ্যপ দুই যুবক? দেখুন ভিডিয়ো