AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ঘরে ঢুকে একই পরিবারের ৫ জনকে ‘কোপালো’ প্রতিবেশী

Nadia: আহত পরিবারের সদস্য মথুরা স্যান্ডেলের অভিযোগ, সোমবার সকালে তাঁদের বাড়িতে একটি বাঁশের খুঁটি পোঁতে প্রতিবেশী পরিবারের সদস্যরা।

Nadia: ঘরে ঢুকে একই পরিবারের ৫ জনকে 'কোপালো' প্রতিবেশী
(নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 3:45 PM
Share

নদিয়া: বাঁশের খুঁটি পোতাকে কেন্দ্র করে বচসা। এরপর একই পরিবারের বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের হালদারপাড়ার।

আহত পরিবারের সদস্য মথুরা স্যান্ডেলের অভিযোগ, সোমবার সকালে তাঁদের বাড়িতে একটি বাঁশের খুঁটি পোঁতে প্রতিবেশী পরিবারের সদস্যরা। তাঁরা প্রতিবাদ করেন। নিজেদের জায়গায় কেন বাঁশের খুঁটি পোঁতা হবে? অভিযোগ , এরপরেই লোহার শাবল, ধারাল অস্ত্র  নিয়ে আচমকাই হামলা চালায় প্রতিবেশী। এরপর শুরু করে এলোপাথাড়ি কোপ। ঘটনার জেরে গুরুতর আহত হয় দুজন পুরুষ,কয়েক মহিলা। এছাড়াও এক কিশোরীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। এমনকী, এক কিশোর পরীক্ষার দিতে যাওয়ার সময় তাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও আহতরা প্রত্যেককেই শান্তিপুর হাসপাতালে আসে চিকিৎসার জন্য।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজক হওয়ায় চিকিৎসকরা কল্যাণীর জিএনএম হাসপাতালে স্থানান্তর করে। তবে এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন আক্রান্তরা। আহত পরিবারের দাবি তাঁরা যদি ক্ষতবিক্ষত অবস্থাতে বাড়ি থেকে না বেরিয়ে আসতেন তাহলে প্রাণে মেরে ফেলা হত। আহত একজন বলেন, “আমার বাবা আর জেঠু বলছে তোরা আমাদের উঠনে বাঁশ পুঁতছিস কেন?। ওরা বলল রাস্তা বানাবো। তারপর বাধা দিয়ে কোপাতে শুরু করল।” অন্যদিকে, অভিযুক্ত কারোর প্রতিক্রিয়া মেলেনি।