SIR in Bengal: ৬০ জন ভোটারের বাবার নাম একই! পিছনে আছে বিশেষ কারণ

SIR in Bengal: নদিয়ার মায়াপুর ইসকন নবদ্বীপ বিধানসভা এলাকার ১৩ নম্বর বুথের শতাধিক ভোটারের বাবার নাম এক। ২০০২ সালের তালিকায় দেখা গিয়েছে শতাধিক ভোটারের বাবার নাম একই রয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই সমস্ত ভোটাররা মায়াপুর ইসকনের আবাসিক ব্রহ্মচারী।

SIR in Bengal: ৬০ জন ভোটারের বাবার নাম একই! পিছনে আছে বিশেষ কারণ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2025 | 10:09 PM

নদিয়া: SIR চালু হতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ভোটারের তালিকায় প্রায় ৬০ জন ভোটারের বাবার নাম একই। নদিয়ার মায়াপুর ইসকনের ঘটনা। মুখে কুলুপ ইসকন কর্তৃপক্ষের। তবে এমন ঘটনা নতুন নয় বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আসলে এটি ধর্মীয় স্থান। এখানে অনেকেই ধর্মের দীক্ষা নেওয়ার পর ধর্মীয় গুরুকে পিতা হিসেবে দেখে। বিজেপির দাবি, বিভিন্ন দেশ থেকে এসে দীক্ষিত হয়েছেন এরা। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি প্রশাসনের।

নদিয়ার মায়াপুর ইসকন নবদ্বীপ বিধানসভা এলাকার ১৩ নম্বর বুথের শতাধিক ভোটারের বাবার নাম এক। ২০০২ সালের তালিকায় দেখা গিয়েছে শতাধিক ভোটারের বাবার নাম একই রয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই সমস্ত ভোটাররা মায়াপুর ইসকনের আবাসিক ব্রহ্মচারী। যারা দীক্ষা নেওয়ার পর গুরুকে পিতার নাম হিসেবে ব্যবহার করে। এটাই দীর্ঘদিন ধরে চলে আসছে।

তবে ইসকন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও কথা বলেনি। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, এসআইআরে পুরোটাই তদন্ত করে দেখা উচিত। তবে স্থানীয় নির্বাচন আধিকারিকের দাবি এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমস্ত কিছু আইন মেনেই সম্পন্ন করা হবে।

কোথাও মৃত ভোটারকে জীবিত করে দেওয়া হয়েছে, আবার কোথাও জীবিত ভোটারের নাম তালিকায় মৃত হিসেবে গণ্য হয়েছে। তবে ইসকনের ক্ষেত্রে বিষটি আলাদা।