Trinamool Leader: ৩০ বছরেই সব শেষ! পার্টি অফিসের ভিতর থেকে তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার

Trinamool Leader: বর্তমানে কল্যাণীর হরিণঘাটার দু'নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন তিনি। এছাড়াও জেলা তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ নেতা হিসাবে পরিচিতি রয়েছে এলাকায়। আচমকা তাঁর মৃত্যুর খবরেই জোর শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Trinamool Leader: ৩০ বছরেই সব শেষ! পার্টি অফিসের ভিতর থেকে তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার
শোকস্তব্ধ গোটা এলাকা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 23, 2025 | 3:25 PM

কল্যাণী: পার্টি অফিস থেকে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। তা ঘিরেই জোর শোরগোল নদীয়ার কল্যাণীর হরিণঘাটার দু’নম্বর ওয়ার্ডে। এলাকায় থাকা তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় থেকেই উদ্ধার হয়েছে টিএমসিপি নেতা রাকেশ পারুইয়ের ঝুলন্ত দেহ। বয়স আনুমানিক ৩০ বছর। এলাকার লোকজনের সন্দেহ, পার্টি অফিসের ভিতরে ঢুকে সবার অজান্তে আচমকা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। কিন্তু, কেন এই চরম সিদ্ধান্ত তার উত্তর মিলছে না। শোকের ছায়া পরিবারে। 

বর্তমানে কল্যাণীর হরিণঘাটার দু’নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন তিনি। এছাড়াও জেলা তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ নেতা হিসাবে পরিচিতি রয়েছে এলাকায়। আচমকা তাঁর মৃত্যুর খবরেই জোর শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এলাকারই লোকজনই প্রথম তাঁকে ওই অবস্থায় দেখেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কল্যাণীর পুলিশ মর্গে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করছে পুলিশ। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। 

সূত্রের খবর, রাজনীতির পাশাপাশি বেশ কিছু ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন এই যুব তৃণমূল নেতা। তবে এও জানা যাচ্ছে বেশ কিছু মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তাহলে কী ঋণ সংক্রান্ত কারণেই এই অবস্থা? নাকি অন্য কোনও কারণ? উত্তর খুঁজছে পুলিশ।