Jhantu Ali Shaikh: শেষ মেসেজে বলেছিল ‘আমি ঠিক আছি’, তারপর… আজ দাদার সামনে কফিনবন্দি হল শহিদ ঝন্টু আলির দেহ
Jhantu Ali Shaikh: নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ছিলেন ঝন্টু আলি শেখ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। তাঁর দুই সন্তান রয়েছে। ২০০৮ সালে ভারতীয় সেনায় নিযুক্ত হন ঝন্টু আলি।

তেহট্টা: পহলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। তবে শুক্রবার সকাল থেকে কার্যত স্তব্ধ নদিয়ার তেহট্ট। জঙ্গি হামলার ঘটনার পর উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে শহিদ হন ঝন্টু আলি শেখ। শুক্রবার তাঁর নিথর দেহ পৌঁছবে তেহট্টে। গোটা এলাকায় লাগানো হয়েছে ঝন্টু আলির ছবি। প্রত্যেকে বলছেন, ধর্ম নয়, রাজনীতি নয়, শাস্তি দেওয়া হোক জঙ্গিদের।
বৃহস্পতিবার সকালে গুলির লড়াইতে মৃত্যু হয় ঝন্টু আলির। তখন কোয়ার্টারে ছিল তাঁর পরিবার। ঝন্টুর স্ত্রী জানিয়েছেন, ওইদিন সকালে তাঁকে মেসেজ করেছিলেন ঝন্টু। লিখেছিলেন ‘আমি ভাল আছি, ঠিক আছি।’ এরপর সকাল ৯টা নাগাদ খবর আসে, আহত হয়েছেন ঝন্টু। তারপরই জানতে পারেন, সব শেষ।
নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ছিলেন ঝন্টু আলি শেখ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। তাঁর দুই সন্তান রয়েছে। ২০০৮ সালে ভারতীয় সেনায় নিযুক্ত হন ঝন্টু আলি। তাঁর বড় দাদাও ভারতীয় সেনায় কর্মরত। পরিবার নিয়ে আগ্রাতেই থাকতেন ঝন্টু। কিছুদিন আগেই তাঁর কাশ্মীরে পোস্টিং হয়। শুক্রবার সকালে দাদার সামনেই কফিনবন্দি হয় ঝন্টুর দেহ।
শুক্রবার সকালে নদিয়া জেলা প্রশাসনের তরফে এক প্রতিনিধি ঝন্টু আলি শেখের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁর মামা নাজির শেখ বলেন, “আমরা অপেক্ষায় আছি। কী করে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করে এই আক্রমণ চালাল? কাউকে রেহাই দেওয়া যাবে না।”

